Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ভারতীয় কোচের দৌড়ে শাস্ত্রীর চ্যালেঞ্জার কুম্বলেও

রবি শাস্ত্রী ও সন্দীপ পাটিলের সঙ্গে এ বার ভারতীয় কোচের দৌড়ে নেমে পড়লেন অনিল কুম্বলেও। ভারতীয় বোর্ড জানিয়েছে যে ৫৭টি আবেদন পত্র জমা পড়েছে তার মধ্যে প্রাক্তন ভারতীয় টেস্ট অধিনায়কের নামও আছে। মাস খানেক আগেই ফের তিন বছরের জন্য আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন কুম্বলে।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৪ জুন ২০১৬ ০৯:৩৩
Share: Save:

রবি শাস্ত্রী ও সন্দীপ পাটিলের সঙ্গে এ বার ভারতীয় কোচের দৌড়ে নেমে পড়লেন অনিল কুম্বলেও।

ভারতীয় বোর্ড জানিয়েছে যে ৫৭টি আবেদন পত্র জমা পড়েছে তার মধ্যে প্রাক্তন ভারতীয় টেস্ট অধিনায়কের নামও আছে। মাস খানেক আগেই ফের তিন বছরের জন্য আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন কুম্বলে। সংবাদসংস্থাকে সোমবার এক ভারতীয় বোর্ড কর্তা বলেছেন, ‘‘কুম্বলে আবেদন করেছে এটা ঠিক। কুম্বলের মতো বড়সড় নাম উঠে আসায় লড়াইটা এ বার বেশ জমে গেল।’’

কোনও পর্যায়েই কুম্বলের কোচিংয়ের কোনও অভিজ্ঞতা নেই। তবে তিনি আইপিএলে মেন্টরের দায়িত্ব সামলেছেন। প্রথমে আরসিবি পরে মুম্বই ইন্ডিয়ান্সের। তবে কোচিংয়ের অভিজ্ঞতা না থাকলেও কুম্বলের আবেদন করার খবর ছড়িয়ে পড়তেই অভিনন্দন আসতে শুরু করে দিয়েছে। যার মধ্যে আছেন তাঁর দীর্ঘদিনের স্পিন পার্টনার হরভজন সিংহ। ভাজ্জি এ দিন টুইট করেন, ‘‘দারুণ খবর। অনিল ভাই বা রাহুল দ্রাবিড়ের টিম ইন্ডিয়াকে অনেক কিছু দেওয়ার আছে।’’

ওই বোর্ডকর্তাও সংবাদসংস্থাকে বলেন, ‘‘মেন্টরের কাজটা কিন্তু অনেকটা কোচের মতই। তা ছাড়া ক্রিকেটের উপর কুম্বলের জ্ঞান নিয়ে কারও কোনও সংশয় নেই। ব্যক্তিত্ব হিসেবেও কুম্বলে বিরাট মাপের। টিম ইন্ডিয়ার এখনকার প্রত্যেক ক্রিকেটারই কুম্বলেকে প্রচণ্ড সম্মান করে।’’

কুম্বলের নাম ফাঁস হতেই হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতেও। অনেকেরই মতে এ বার লড়াইটা হয়ে গেল রবি শাস্ত্রী বনাম কুম্বলের। এই লড়াইয়ে প্রাক্তন টিম ডিরেক্টর না ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি জেতেন সেটা নিয়েই এখন যাবতীয় আগ্রহ।

বোর্ড সচিব অজয় শিরকে জমা পড়া আবেদন পত্র প্রথম কাঁটছাঁট করবেন। ভারতের নতুন কোচের নাম সম্ভবত ঘোষণা করা হবে ২৫ জুন ধর্মশালায় বোর্ডের ওয়ার্কিং কমিটির বৈঠকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anil Kumble Team India Head Coach
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE