Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ডে-নাইট টেস্টের পক্ষে অনিল কুম্বলে

রাত-দিনের ক্রিকেট নিয়ে যখন নানা জল্পনা ঠিক তখনই কুম্বলের মন্তব্য, ক্রিকেটে গোলাপি বল আসতে এখনও সময় লাগবে। যদিও দিন-রাতের ক্রিকেটের পক্ষেই তিনি। তাঁর মতে টেস্ট ক্রিকেটকে আবার মানুষের কাছে ফিরিয়ে দিতে এটি একটি ভাল পরিকল্পনা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৬ ২১:৩০
Share: Save:

রাত-দিনের ক্রিকেট নিয়ে যখন নানা জল্পনা ঠিক তখনই কুম্বলের মন্তব্য, ক্রিকেটে গোলাপি বল আসতে এখনও সময় লাগবে। যদিও দিন-রাতের ক্রিকেটের পক্ষেই তিনি। তাঁর মতে টেস্ট ক্রিকেটকে আবার মানুষের কাছে ফিরিয়ে দিতে এটি একটি ভাল পরিকল্পনা। তিনি বলেন, ‘‘আমি অবশ্যই দিন-রাতের টেস্টের পক্ষে। টেস্ট ক্রিকেটে দর্শক টানতে যেটা প্রয়োজন সেটা করতে হবে। ভবিষ্যতের কথা ভেবে এটা করতে হবে। ডে-নাইট টেস্ট হলে মানুষ অফিসের পর স্টেডিয়ামে আসবে খেলা দেখতে।’’

এখন অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ নিয়েই বেশি চিন্তায় তিনি। এই সিরিজে গোলাপি বলে খেলার যে কোনও সম্ভাবনা নেই সেটাও জানিয়ে দিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ হাতে সেলাই করা ডিউক বলে খেলে। যেখানে পেসাররা বেশি সুইং করতে পারবে। কুম্বলে বলেন, ‘‘আমরা এই সিরিজে গোলাপি বলে খেলার কথা ভাবিনি। তার জন্য এখনও সময় লাগবে। এখানে আমরা লাল ডিউক বলে খেলব। আর আমরা একটা একটা করে ম্যাচ নিয়েই ভাবতে চাই। ভারতের জন্য এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খুব গুরুত্বপূর্ণ। আমরা এনসিএ-তে শেষ ছ’দিন লাল ডিউক বলেই অনুশীলন করেছি। যখন গোলাপি বলে খেলার কথা ভাবা হবে তখন গোলাপি বল নিয়ে ভাবব।’’

গত মাসেই ইডেনে গোলাপি বলে দিন-রাতের চারদিনের ম্যাচ খেলিয়েছিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। লক্ষ্য ছিল নিউজিল্যান্ড-ভারতের মধ্যে যে টেস্ট ম্যাচটি ইডেনে হবে সেটি গোলাপি বলে করার। কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি কিউইরা। তাই গোলাপি বলে টেস্ট খেলার জন্য আরও অপেক্ষা করতে হবে ভারতকে।

আরও খবর

সৌরভের চুপ থাকা উচিত ছিল: বেদী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anil Kumble Pink Ball test
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE