Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Cricket

অবিশ্বাস্য আউট! তদন্তে আইসিসি

ব্যাটসম্যানরা যেন আউট হওয়ার জন্যই ব্যাট করতে আসছেন। রান আউট হওয়ার ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে, ব্যাটসম্যানদের ক্রিজে ফেরার তেমন ইচ্ছা নেই, স্টাম্পিংয়ের ক্ষেত্রেও ঘটছে প্রায় একই ঘটনা। এমনকী ফিল্ডাররা মিসফিল্ড করলেও তার সুযোগ নিয়ে ক্রিজে ফিরছেন না ব্যাটসম্যানরা।

এই সেই অবিশ্বাস্য আউট। ছবি: টুইটার।

এই সেই অবিশ্বাস্য আউট। ছবি: টুইটার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৮ ১৪:৫৭
Share: Save:

ব্যাটসম্যানরা যেন আউট হওয়ার জন্যই ব্যাট করতে আসছেন। রান আউট হওয়ার ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে, ব্যাটসম্যানদের ক্রিজে ফেরার তেমন ইচ্ছা নেই, স্টাম্পিংয়ের ক্ষেত্রেও ঘটছে প্রায় একই ঘটনা। এমনকী ফিল্ডাররা মিসফিল্ড করলেও তার সুযোগ নিয়ে ক্রিজে ফিরছেন না ব্যাটসম্যানরা। এমনই একটি ভিডিও ক্লিপিং ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা থেকে গড়াপেটার পুরনো গন্ধ পাচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞ থেকে সাধারণ ক্রিকেট অনুরাগী। ভিডিওটি নজরে আসায় তদন্ত শুরু করেছে আইসিসি।

ভিডিওটি সংযু্ক্ত আরব আমিরশাহির একটি বেসরকারি টুর্নামেন্টের। চলতি মাসের ২৪ তারিখে এই টুর্নামেন্ট আজমন অলস্টার লিগে মুখোমুখি হয়েছিল স্থানীয় দুই দল দুবাই স্টার্স এবং শারজা ওয়ারিয়র্স। যদিও টুর্নামেন্টটি এমিরেটস ক্রিকেট বোর্ড(ইসিবি)-এর অন্তর্ভুক্ত নয়।

ম্যাচটিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৩৬ রান তোলে শারজা ওয়ারিয়র্স। জবাবে ৪৬ রানে গুটিয়ে যায় দুবাই স্টার্সের ইনিংস। বিতর্কিত ভিডিওটি দুবাই স্টার্সের ইনিংসের।

আরও পড়ুন: আইপিএল-এ কেমন হল কেকেআর-এর দল?

আরও পড়ুন: ‘কলকাতা’ নামটা মিলিয়ে দিচ্ছে দুই তরুণ প্রতিভাকে

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে রান আউট বা স্টাম্প হয়ে মাঠ ছাড়ছেন স্টার্সের ব্যাটসম্যানরা। সমস্যাটা স্টাম্পিং হওয়া বা রান আউট হওয়া নিয়ে নয়। কিন্তু যে ভঙ্গিতে আউট হতে দেখা গিয়েছে স্টার্সের ব্যাটসম্যানদের তা এক কথায় সন্দেহজনক। নিজেদের উইকেট বাঁচানোর যেন কোনও চেষ্টাই ছিল না তাঁদের মধ্যে। ’ 😳

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে রান আউট বা স্টাম্প হয়ে মাঠ ছাড়ছেন স্টার্সের ব্যাটসম্যানরা। সমস্যাটা স্টাম্পিং হওয়া বা রান আউট হওয়া নিয়ে নয়। কিন্তু যে ভঙ্গিতে আউট হতে দেখা গিয়েছে স্টার্সের ব্যাটসম্যানদের তা এক কথায় সন্দেহজনক। নিজেদের উইকেট বাঁচানোর যেন কোনও চেষ্টাই ছিল না তাঁদের মধ্যে।

এই বিষয় আইসিসি-এর দুর্নীতি দমন শাখার জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেন, "আজমন অল স্টার লিগের ম্যাচটিকে নিয়ে তদন্ত চালাচ্ছে আইসিসির দুর্নীতি দমন শাখা। আমরা ক্রিকেটারদের সঙ্গে এবং অফিসিয়ালদের সঙ্গে কথা বলছি। এখনই এই বিষয় বেশি কিছু বলা সম্ভব নয়।"

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket UAE ICC United Arab Emirates
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE