Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মরসুম শুরু হওয়ার আগেই উদ্বিগ্ন কন্তে

কন্তের দুশ্চিন্তার অন্যতম কারণ এডেন অ্যাজার। গত বছর মরসুমের শেষ পর্বে চোট পেয়ে ছিটকে যান বেলজিয়ান তারকা। কবে তিনি মাঠে ফিরবেন তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৭ ০৫:২৪
Share: Save:

ইংলিশ প্রিমিয়ার লিগে ডাবলের লক্ষ্যে আগামী ১২ অগস্ট অভিযান শুরু করছে চেলসি। প্রতিপক্ষ বার্নলে। কিন্তু ম্যাচের সাত দিন আগে থেকেই উদ্বেগ বাড়ছে আন্তোনিও কন্তের!

আর্সেনালের বিরুদ্ধে আজ, রবিবার কমিউনিটি শিল্ডের ম্যাচ। শনিবার তার প্রস্তুতি সেরে চেলসি ম্যানেজার বলেছেন, ‘‘এই মরসুমটা আমার কোচিং জীবনের সবচেয়ে কঠিন হতে চলেছে। অন্তত ছ’টা দল ইপিএল খেতাবের দাবিদার। ফলে লড়াইটা একেবারেই সহজ নয়।’’

কন্তের দুশ্চিন্তার অন্যতম কারণ এডেন অ্যাজার। গত বছর মরসুমের শেষ পর্বে চোট পেয়ে ছিটকে যান বেলজিয়ান তারকা। কবে তিনি মাঠে ফিরবেন তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। তবে চোটের চেয়েও চেলসি ম্যানেজার চিন্তিত বার্সেলোনাকে নিয়ে। নেমার দ্য সিলভা স্যান্টোসের (জুনিয়র) বিকল্প হিসেবে ক্যাম্প ন্যু শিবিরের প্রথম পছন্দ এই মুহূর্তে অ্যাজার। যদিও কন্তে এ দিন সংবাদিক বৈঠকে বলেছেন, ‘‘অ্যাজার এখানে খুব ভাল আছে। সুস্থ হয়ে উঠে ও চেলসির হয়েই নামবে। বার্সেলোনায় অ্যাজারের যাওয়া নিয়ে যা বলা হচ্ছে, তা পুরোটাই জল্পনা বলে আমি মনে করি।’’ সঙ্গে যোগ করেন, ‘‘আমরা ফুটবলার কেনার চেষ্টা করি। বিক্রি করা আমাদের লক্ষ্য নয়। আমাদের দলে এ বছর খুব বেশি ফুটবলার নেই। চেষ্টা করছি, দ্রুত একটা শক্তিশালী দল গড়ে তোলার।’’ তবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে নেমানইয়া মাতিচ যোগ দেওয়ায় তিনি যে ক্ষুব্ধ গোপন করেননি। কন্তে বলেছেন, ‘‘মাতিচকে নিয়ে আমি কোনও মন্তব্য করবব না। যা বলার ক্লাব বলবে।’’

এই পরিস্থিতিতে কন্তের চাপ আরও বাড়িয়েছেন জন টেরি! চেলসি কিংবদন্তি বলেছেন, ‘‘ভবিষ্যতে ম্যানেজার হিসেবে চেলসিতে ফেরাই আমার স্বপ্ন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE