Advertisement
২০ এপ্রিল ২০২৪

হাবাসের লক্ষ্য এখন ন’পয়েন্ট

জিকোর টিমকে হারানোর পরে যে প্রবল আত্মবিশ্বাস নিয়ে ফিরেছে টিম, সেটা ধরে রাখতে মরিয়া তিনি। শুধু তাই নয়, ঘরের মাঠে টানা তিনটে ম্যাচ থেকে ন’পয়েন্টের এক পয়েন্ট কম পেলেও, সেটাকে হারের সমতূল্য বলে মনে করতে চান পুণে কোচ আন্তোনিও লোপেজ হাবাস।

সংবাদ সংস্থা
পুণে শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৬ ০২:১৮
Share: Save:

জিকোর টিমকে হারানোর পরে যে প্রবল আত্মবিশ্বাস নিয়ে ফিরেছে টিম, সেটা ধরে রাখতে মরিয়া তিনি। শুধু তাই নয়, ঘরের মাঠে টানা তিনটে ম্যাচ থেকে ন’পয়েন্টের এক পয়েন্ট কম পেলেও, সেটাকে হারের সমতূল্য বলে মনে করতে চান পুণে কোচ আন্তোনিও লোপেজ হাবাস।

কেন না পরের এগারো দিন যে পুণে সিটি-র জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। বুধবার নর্থইস্ট, কেরল ব্লাস্টার্স (১৭ অক্টোবর) ও চেন্নাইয়ান এফসি (২৩ অক্টোবর)। পুণের বালেওয়াড়ি স্টেডিয়ামে যদি এই তিনটে ম্যাচ জিতে নিতে পারেন হাবাস, তা হলে আইএসএল সেমিফাইনালের টিকিট অনেকটাই পাকা হয়ে যাবে পুণের। টিমের সবকারী কোচ মিগুয়েল বলেছিলেন, ‘‘তিন ম্যাচ। নয় পয়েন্ট। আর কিছুতেই সন্তুষ্ট হতে পারব না আমরা।’’

মুখে যতটা সহজে বললেন, মাঠে করে দেখানো ততটাই কঠিন হবে পুণের। প্রথম বাধাই জন আব্রাহামের নর্থইস্ট। কেরল, গোয়াকে হারানোর পরে মুম্বইয়ে হোঁচট খেলেও পয়েন্ট টেবলে এখনও পর্যন্ত তাঁরাও শীর্ষে। পাহাড়ি টিমের শক্তি তরুণ-ব্রিগেড। বিপক্ষকে গতির জোরেই কাত করে দিচ্ছে। মিগুয়েল নিজেও সেটা মেনে নিলেন। তবুও তাঁর যুক্তি, ‘‘নর্থইস্ট ছন্দে আছে। কিন্তু ঘরের মাঠের একটা বাড়তি সুবিধা আমরা নিশ্চয়ই পাব। তা ছাড়া আমার বিশ্বাস, গোয়াকে হারানোর পরে টিমের আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে গিয়েছে।’’ পুণের জন্য খারাপ খবর হল, এই ম্যাচেও ডাগ আউটে থাকবেন না হাবাস। তাঁর চার ম্যাচের নির্বাসন উঠবে কেরল ব্লাস্টার্স ম্যাচের পরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Habas Pune City fc ISL 2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE