Advertisement
১১ মে ২০২৪
Lodha-BCCI fight continues

সিরিজ বাতিলের হুমকি বিসিসিআই সভাপতির

টাকা ছাড়া কোনওভাবেই খেলা চালানো সম্ভব নয়। লোধা কমিটি বিসিসিআই-এর গুরুত্বপূর্ণ দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। এমন খবর প্রচারিত হতেই বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর পাল্টা বার্তা দিয়ে রাখলেন কমিটির উদ্দেশে।

অনুরাগ ঠাকুর ও আরএম লোধা। ছবি: সংগৃহিত।

অনুরাগ ঠাকুর ও আরএম লোধা। ছবি: সংগৃহিত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৬ ১৭:৫৫
Share: Save:

টাকা ছাড়া কোনওভাবেই খেলা চালানো সম্ভব নয়। লোধা কমিটি বিসিসিআই-এর গুরুত্বপূর্ণ দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। এমন খবর প্রচারিত হতেই বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর পাল্টা বার্তা দিয়ে রাখলেন কমিটির উদ্দেশে। এই মুহূর্তে ভারতে চলছে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। সিরিজের শেষ ম্যাচ এখনও বাকি। তাঁর আগে সভাপতির এই বার্তায় সিরিজ না হওয়ার কালো মেঘ জমতে শুরু করেছে ভারতীয় ক্রিকেটের আকাশে। যদিও লোধা প্যানেল পরিষ্কার করে জানিয়ে দিয়েছে তাঁরা বিসিসিআই-এর কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেনি।

লোধা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শুধু নির্দেশ দিয়েছে বিসিসিআই-এর অ্যাকাউন্ট থেকে কোনও রাজ্য অ্যাসোসিয়েশনকে টাকা দেওয়া যাবে না। সেখানেও আপত্তি রয়েছে অনুরাগ ঠাকুরের। তিনি বলেন, ‘‘সিরিজ হবে কি না সে নিয়ে আমি কোনও মন্তব্য করব না। কিন্তু রাজ্য অ্যাসোসিয়েশন বা প্লেয়াররা টাকা পাবে না সেটা ঠিক নয়। যে দেশ টেস্ট ক্রিকেটে এক নম্বর, টি২০তে দ্বিতীয় ও ওয়ান ডেতে তৃতীয়। আইপিএল-এর মতো টুর্নামেন্ট সাফল্যের সঙ্গে আয়োজন করি। টাকা ছাড়া খেলা চালানো সম্ভব নয়।’’

অনুরাগ ঠাকুরের হুমকির পরই মুখ খুলেছেন জাস্টিস আরএম লোধা। বলেন, ‘‘আমরা বিসিসিআই-এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিইনি। এবং নিয়ম অনুযায়ী ওরা কাজ চালাতে পারবে। আমরা শুধু বলেছি টাকা রাজ্য সংস্থাকে দেওয়া যাবে না। নিয়ম মেনে যা যা খেলা হওয়ার কথা আর তার জন্য যতটা খরচ করতে হবে সেটা করতে পারবে বিসিসিআই।’’ তবে, নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ হবে কি না তা নিয়ে এখনও কোনও মতামত পাওয়া যায়নি বিসিসিআই-এর তরফে।

আরও খবর

ছিয়াশি বছরের ইতিহাসে প্রথম বন্ধ করা হল বোর্ডের লেনদেন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lodha Committee BCCI Anurag Thakur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE