ডিসেম্বরে বিরাটের সঙ্গে বিয়ে হয়েছে অনুষ্কা শর্মার।
কেবিসির সেটে বিরাট কোহালিকে নিয়ে প্রশ্ন করেছিলেন অমিতাভ বচ্চন। যার জবাবে লজ্জায় লাল হয়ে উঠলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে বিয়ে হয়েছে বিরাট-অনুষ্কার।একে অন্যের প্রতি ভালবাসা প্রকাশ্যেই বারবার জানিয়ে এসেছেন দু’জনে। টুইটার ও ইনস্টাগ্রামে একসঙ্গে থাকার ছবি পোস্ট করেছেন বারবার। আর যখনই ব্যাট হাতে কোনও মাইলস্টোনে পৌঁছেছেন, কোহালি ব্যাটে ‘ফ্লাইং কিস’ করেছেন ইঙ্গিতপূর্ণ ভাবে।
‘কৌন বনেগা ক্রোড়পতি’-র সর্বশেষ এপিসোডে অনুষ্কাকে এই বিষয়েই প্রশ্ন করেছিলেন অমিতাভ। অনুষ্কা বলেছিলেন, শুধু স্বামীর জন্যই তিনি ক্রিকেট দেখেন না। দেশকে সমর্থনের জন্যও দেখেন। তখনই বিরাটের ‘ফ্লাইং কিস’ করার প্রসঙ্গ তোলেন অমিতাভ। সঙ্গে সঙ্গে লজ্জিত হয়ে উঠতে দেখা যায় অনুষ্কাকে।
আরও পড়ুন: সিনেমায় নামছেন কোহালি? টুইট ঘিরে তুমুল জল্পনা
আরও পড়ুন: পয়েন্ট ‘০’ তো কী, খেলরত্ন পাচ্ছেন বিরাট কোহালি!
🎥 | @SrBachchan teasing @AnushkaSharma about @imVkohli at the recent episode of #KBCKaramveer 😂 #Virushka pic.twitter.com/C8hbf18u5x
— Anushka Sharma FC™ (@AnushkaSFanCIub) September 20, 2018
(ক্রিকেটের খবর,ফুটবলের খবর, টেনিসের খবর, হকির খবর - খেলার খবরের সেরা ঠিকানা আমাদের খেলা বিভাগ।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy