ছোটবেলার স্বপ্ন ডানা মেলল বাস্তবে! শুক্রবার অর্জুন পুরস্কার পাচ্ছেন জানার পরে এটাই ছিল বাংলার তিরন্দাজ অতনু দাসের প্রতিক্রিয়া।
স্ত্রী দীপিকা কুমারি ২০১২ সালে পেয়েছিলেন অর্জুন। আট বছর পরে সেই সম্মানে ভূষিত স্বামীও। বরানগরের প্রামাণিক ঘাট রোডে বেড়ে ওঠা, বর্তমানে টালিগঞ্জের বাসিন্দা অতনুর জবাব, ‘‘আমার বাবার খেলায় খুব উৎসাহ। শুক্রবার রাতে অর্জুন হয়েছি শুনে বললেন, ছেলে ও পুত্রবধূ দু’জনেই অর্জুন। ভেবেই গর্ব হচ্ছে।’’
সিনিয়র ভারতীয় দলে অভিষেক ২০১১ সালে। বালিতে এশিয়ান চ্যাম্পিয়নশিপে দলগত বিভাগে রুপো পাওয়ার পরে ২০১৪ সালে জাতীয় তিরন্দাজ দলে ডাক পান। রিয়ো অলিম্পিক্সে গিয়েছিলেন। ২০১৮ সালে এশিয়ান গেমসে কোয়ার্টার ফাইনালেই থেমে দিয়েছিল লড়াই। গত বছর ব্যাঙ্ককে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে দক্ষিণ কোরিয়ার অলিম্পিক্স পদকজয়ীকে পিছনে ফেলে ব্রোঞ্জ পান। অতনুর কথায়, ‘‘এই পারফরম্যান্সের পরেই মন বলছিল এ বার স্বপ্নের সম্মান পেতে পারি।’’