Advertisement
১১ মে ২০২৪
জার্মানদের সংহার করলেন ‘দেবদূত’

চরম বদলা নিল মেসিহীন আর্জেন্তিনা

১৩ জুলাই ২০১৪: স্থান, ব্রাজিলের মারাকানা স্টেডিয়াম। টুর্নামেন্ট, বিশ্বকাপ ফাইনাল। অতিরিক্ত সময়ে ১১৩ মিনিটে আর্জেন্তিনার স্বপ্ন চূর্ণ করেন মারিও গোটজে। বিশ্ব সেরার আসনে বসে জার্মানি। বুধবার রাতে পাল্টে গেল সেই ছবি। মেসি-বিহীন আর্জেন্তিনা দলের ত্রাতা হয়ে উঠলেন অ্যাঞ্জেল দি মারিয়া। যাঁর দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে জার্মানির ঘরে ফেরার উৎসব পুরোপুরি মাটি হয়ে গেল। মিরোস্লাভ ক্লোজে, পের মার্টেসাকার ও ফিলিপ লামকে ম্যাচের আগে সংবর্ধিত করা হল জার্মান ফুটবলে তাঁদের অবদানের জন্য। কিন্তু তাঁদের চোখের সামনেই আর্জেন্তিনা ৪-২ হারাল জার্মানিকে।

ডুসেলডর্ফে দি মারিয়ার দিন।

ডুসেলডর্ফে দি মারিয়ার দিন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৫৬
Share: Save:

১৩ জুলাই ২০১৪: স্থান, ব্রাজিলের মারাকানা স্টেডিয়াম।
টুর্নামেন্ট, বিশ্বকাপ ফাইনাল। অতিরিক্ত সময়ে ১১৩ মিনিটে আর্জেন্তিনার স্বপ্ন চূর্ণ করেন মারিও গোটজে। বিশ্ব সেরার আসনে বসে জার্মানি।

বুধবার রাতে পাল্টে গেল সেই ছবি। মেসি-বিহীন আর্জেন্তিনা দলের ত্রাতা হয়ে উঠলেন অ্যাঞ্জেল দি মারিয়া। যাঁর দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে জার্মানির ঘরে ফেরার উৎসব পুরোপুরি মাটি হয়ে গেল। মিরোস্লাভ ক্লোজে, পের মার্টেসাকার ও ফিলিপ লামকে ম্যাচের আগে সংবর্ধিত করা হল জার্মান ফুটবলে তাঁদের অবদানের জন্য। কিন্তু তাঁদের চোখের সামনেই আর্জেন্তিনা ৪-২ হারাল জার্মানিকে।

ম্যাচ শেষে আবার উঠে পড়ল নতুন সব প্রশ্ন। যার কেন্দ্রবিন্দুতে ছিলেন দি মারিয়া। মারাকানায় ম্যান ইউ তারকা থাকলে কি বিশ্বকাপ ফাইনালের ফল অন্য রকম হত? আর্জেন্তিনা দলের সবথেকে গুরুত্বপূর্ণ ফুটবলার কি তবে দি মারিয়াই? যিনি এ দিন একার হাতেই উড়িয়ে দিলেন বিশ্বচ্যাম্পিয়নদের।

বিশ্বকাপ ফাইনালের রিম্যাচের জন্য মূলত তরুণ তারকাদের নিয়েই প্রথম দল গড়েন জার্মান কোচ। ক্রুজ, শুরলে, ড্র্যাক্সলারের মতো তারকাদের নিয়েই প্রথম দল সাজান লো। চোটের জন্য বিশ্বকাপ ফাইনালে খেলতে পারেননি যে দুই তারকা, এই ম্যাচে তাঁদেরও প্রত্যাবর্তন ঘটল-- মার্কো রয়েস ও মারিও গোমেজ। পাশাপাশি মেসি-বিহীন দলের ফরোয়ার্ড লাইনে ছিলেন সের্জিও আগেরো। ম্যাচের শুরুতেই যিনি দি মারিয়ার পাসে গোল করে আর্জেন্তিনাকে ১-০ এগিয়ে দেন। যার কিছুক্ষণ পরেই আবার ম্যান ইউ তারকা বল সাজিয়ে দেন এরিক লামেলার জন্য। দুটো গোলই হজম করেন বিশ্বকাপ মাতানো গোলকিপার ম্যানুয়েল নয়্যার। বিরতির পরে পাসের হ্যাটট্রিক শেষ করেন দি মারিয়া। আর তৃতীয় গোল করেন ফ্রেডেরিকো ফার্নান্দেজ। শুধু তিনটে গোলের ঠিকানা লেখা পাস বাড়ানোই নয়, নিজেই দলের চতুর্থ গোল করে আর্জেন্তিনার জন্য জয় নিশ্চিত করেন দি মারিয়া। ম্যাচের প্রতি মিনিটেই যে কারণে আর্জেন্তিনা সমর্থকরা চিৎকার করতে থাকে, “ভগবান না থাকলেও আমাদের অ্যাঞ্জেল আছে।” অর্থাৎ মেসি (ভগবান) না থাকলেও দি মারিয়াই দলের দেবদূত হিসাবে অবতীর্ণ হলেন। জার্মানির হয়ে ব্যবধান কমান আন্দ্রে শুরলে। বিশ্বকাপের ফাইনালের মতোই আবার গোলের তালিকায় উঠল মারিও গোটজের নাম। তবে জার্মানির জন্য সেটা সান্ত্বনা ছাড়া আর কিছুই ছিল না।

সান্ত্বনা... ম্যাচের পরে দুই কোচ।

“বিশ্বের প্রথম পাঁচ সেরা ফুটবলারের মধ্যে অবশ্যই চতুর্থ বা পঞ্চম দি মারিয়া।
বিশ্বকাপ ফাইনালে ওর না থাকাটা চোখে লাগছিল আমার।” —জেরার্দো মার্টিনো


“দি মারিয়া থাকলেও বিশ্বকাপ ফাইনালে কিছুই হত না। ব্রাজিলে পুরো
টুর্নামেন্ট ধারাবাহিক খেলেছে আমার দল।” —জোয়াকিম লো

জার্মানিকে ধ্বংস করে আবার যেমন প্রশংসা জুটল দি মারিয়ার কপালে, তেমনই শুনতে হল কটাক্ষও। আর্জেন্তিনা কোচ জেরার্দো মার্টিনো যেমন বলে দিলেন, বর্তমানের বিশ্বসেরা ফুটবলারদের তালিকায় অবিলম্বে জায়গা পেয়ে যাবেন দি মারিয়া। “বিশ্বের প্রথম পাঁচ সেরা ফুটবলারের মধ্যে অবশ্যই চতুর্থ বা পঞ্চম দি মারিয়া। বিশ্বকাপ ফাইনালে ওর না থাকাটা চোখে লাগছিল আমার।”

মার্টিনোর জবাবে আবার জোয়াকিম লো জানিয়ে দিলেন, দি মারিয়া দলে থাকলেও জার্মানি-কে আটকাতে পারতেন না বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার থেকে। “দি মারিয়া থাকলেও কিছুই হত না। আমরাই জিততাম। যোগ্য দল হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছি। পুরো টুর্নামেন্ট ধারাবাহিক ভাবে খেলেছে আমার দল।” অনেকের কাছে আর্জেন্তিনার জয় ‘বদলা’ হিসাবে দেখা হলেও, বেশ কিছু ফুটবল বিশেষজ্ঞ মনে করছেন, কোনও বিশ্বকাপ ফাইনালের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচের তুলনা হতে পারে না। যা পরিষ্কার করেন জার্মান কোচও। “এটা বদলা হতে পারে না। ফাইনাল কেউ ফিরিয়ে আনতে পারবে না।”

ম্যাচে আবার মন ভরা পারফরম্যান্স করতে না পারায় সমর্থকদের টিটকিরি শুনতে হয় প্রাক্তন বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার গোমেজকে। যা নিয়ে বিতর্ক উড়িয়ে লো বলেন, “সাত মাস পরে কেউ চোট থেকে ফেরার পরে একটু সময় লাগে আবার ম্যাচ ফিটনেস ফিরে পেতে।”

ছবি: এএফপি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE