Advertisement
০২ মে ২০২৪

শহরে পা রেখে এটিকে পেল অর্ণবদের

কলকাতা লিগ দেরিতে শেষ হওয়ায় মাদ্রিদের আবাসিক শিবিরে যাওয়া হয়নি। তাই বৃহস্পতিবার এ শহরেই আটলেটিকো দে কলকাতার শিবিরে যোগ দিলেন অর্ণব মণ্ডল-সহ ইস্টবেঙ্গলের পাঁচ ফুটবলার।

টিম এটিকে। বৃহস্পতিবারই শহরে চলে এলেন পস্টিগা-হিউম-শিল্টন-দেবজিতরা। -শঙ্কর নাগ দাস

টিম এটিকে। বৃহস্পতিবারই শহরে চলে এলেন পস্টিগা-হিউম-শিল্টন-দেবজিতরা। -শঙ্কর নাগ দাস

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৬ ০৪:১৭
Share: Save:

কলকাতা লিগ দেরিতে শেষ হওয়ায় মাদ্রিদের আবাসিক শিবিরে যাওয়া হয়নি। তাই বৃহস্পতিবার এ শহরেই আটলেটিকো দে কলকাতার শিবিরে যোগ দিলেন অর্ণব মণ্ডল-সহ ইস্টবেঙ্গলের পাঁচ ফুটবলার। বাকি চার হলেন লালরিন্দিকা রালতে, বিকাশ জাইরু, রবার্ট এবং অবিনাশ রুইদাস।

এ দিন সকালেই মাদ্রিদে তিন সপ্তাহের আবাসিক শিবির সেরে কলকাতায় পা রাখে আইএসএল থ্রি-তে কলকাতার চ্যালেঞ্জাররা। যে দলে ছিলেন বোরহা ফার্নান্ডেজ, শিল্টন পাল, প্রবীর দাস, জাভি লারারা। মাদ্রিদে প্রস্তুতি পর্ব সেরে দীর্ঘ বিমানযাত্রার ধকল। তাই রাজারহাটের টিম হোটেলে পৌঁছেই ফুটবলাররা বিশ্রাম নিতে চলে যান। তার আগে অবশ্য প্রথামাফিক প্লেয়ারদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় বিমানবন্দরে।

এটিকে-র নতুন চিফ কোচ জোসে ফ্রান্সিসকো মলিনা বিকেলে টিম নিয়ে চলে যান সল্টলেক সেন্ট্রাল পার্কের মাঠে প্র্যাকটিস করতে। কলকাতায় প্রথম দিনের প্র্যাকটিসে সিচুয়েশন প্র্যাকটিসই করান আটলেটিকো কোচ। মার্কি ফুটবলার পস্টিগাও এ দিন চুপচাপ ছিলেন। সন্ধেয় হোটেলে ছিল ফটোসেশন পর্ব।

এ দিকে রবীন্দ্র সরোবরে আইএসএলের ম্যাচ হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে—এই বিষয় নিয়ে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে আদালতে। বুধবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে আইএসএলের প্রস্তুতি পর্ব সরেজমিনে দেখতে গিয়েছিলেন আদালত নিযুক্ত পাঁচ সদস্যের প্রতিনিধি দল। গিয়েছিলেন মূল মামলাকারী পরিবেশবিদ সুভাষ দত্ত-ও। এটিকে সূত্রের খবর, স্টেডিয়াম ঘুরে দেখে তিনি নাকি সন্তোষ প্রকাশ করেন। তবে রবীন্দ্র সরোবরের দিকে স্টেডিয়ামের আলো আর শব্দ যাতে লেকের পাখিদের জীবনযাত্রায় ব্যাঘাত না ঘটায় সে ব্যাপারে কিছু কাজ এখনও করা বাকি। যা দিন কয়েকের মধ্যে করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন এটিকে কর্তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arnab Mondal ISL ATK Kolkata camp
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE