Advertisement
০৩ মে ২০২৪
Football

দশ জনে খেলে ড্র গানার্সের

এ দিকে, ইপিএল খেতাব পুনরুদ্ধারের দৌড়ে ক্রমশ পিছিয়ে পড়ছে ম্যাঞ্চেস্টার সিটি।

—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ ০৫:২৫
Share: Save:

ইপিএল

আর্সেনাল ১ সাউদাম্পটন ১

বার্নলির পরে এ বার সাউদাম্পটনের বিরুদ্ধেও জয় অধরা থাকল আর্সেনালের। তবে আগের ম্যাচে ০-১ হেরেছিল গানার্স। বুধবার ঘরের মাঠে ১০ জনে খেলে ১-১ ড্র করল তারা। ম্যাচের ১৮ মিনিটে থিয়ো ওয়ালকট এগিয়ে দেন সাউদাম্পটনকে। প্রথমার্ধে ০-১ পিছিয়ে থাকে আর্সেনাল। ৫২ মিনিটে সমতা ফেরান পিয়ের এমরিক আবুমেয়ং। তার ১০ মিনিট পরেই গ্যাব্রিয়েল লাল কার্ড (দ্বিতীয় হলুদ) দেখেন। বুধবার ইপিএলের অন্য ম্যাচে এভার্টন ২-০ হারাল লেস্টার সিটিকে। এ ছাড়া লিডস ইউনাইটেড ৫-২ চূর্ণ করে নিউক্যাসেল ইউনাইটেডকে।

এ দিকে, ইপিএল খেতাব পুনরুদ্ধারের দৌড়ে ক্রমশ পিছিয়ে পড়ছে ম্যাঞ্চেস্টার সিটি। নিজেদের মাঠে মঙ্গলবার তারা লিগ টেবলের উনিশতম দল ওয়েস্ট ব্রমউইচকে হারাতে পারল না। ফল ১-১। ম্যান সিটি ড্র করার রাতে হেরে গেল চেলসি। লিগ টেবলে দশ নম্বরে থাকা উলভস তাদের বিরুদ্ধে ২-১ জিতে চমকে দিল। চেলসি এখন টেবলে পাঁচে। পয়েন্ট ১৩ ম্যাচে ২২। আর ম্যান সিটির ১২ ম্যাচে সংগ্রহ ২০। সের্খিয়ো আগুয়েরোরা রয়েছেন ছ’নম্বরে। উলভসের কাছে হারে ক্ষিপ্ত চেলসির ম্যানেজার ফ্যাঙ্ক ল্যাম্পার্ড দুষলেন তাঁর ডিফেন্ডারদের।

আরও পড়ুন: ‘আমি নয়া ভারতের প্রতিনিধি’, টেস্ট সিরিজের আগে বিরাট-মন্তব্যে জল্পনা

আরও পড়ুন: হাবাসের মতে রয় কৃষ্ণাই আইএসএলের সেরা ফুটবলার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football EPL 2020 English Premiere league
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE