Advertisement
০৫ মে ২০২৪

লন্ডন ডার্বি ড্র করে তোপ ওয়েঙ্গারের

বুধবার রাতে ঘরের মাঠে চেলসির বিরুদ্ধে ৬৭ মিনিটে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন জাক উইলশায়ার। চার মিনিটের মধ্যেই সমতা ফেরান এডেন অ্যাজার।

ক্ষুব্ধ: রেফারি ভুল পেনাল্টি দিয়েছেন, বলছেন ওয়েঙ্গার। ছবি: এএফপি

ক্ষুব্ধ: রেফারি ভুল পেনাল্টি দিয়েছেন, বলছেন ওয়েঙ্গার। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৮ ০৪:৩৩
Share: Save:

ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)-এ লন্ডন ডার্বি শেষ হওয়ার পরেও উত্তপ্ত আবহ!

বুধবার রাতে ঘরের মাঠে চেলসির বিরুদ্ধে ৬৭ মিনিটে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন জাক উইলশায়ার। চার মিনিটের মধ্যেই সমতা ফেরান এডেন অ্যাজার। ৮৪ মিনিটে চেলসিকে এগিয়ে দেন মার্কোস আলেন্সো।

কিন্তু ম্যাচের একেবারে শেষ মুহূর্তে নাটকীয় ভাবে ছবিটা বদলে দেন হেক্টর বেলেহিন। ইনজুরি টাইমে গোল করে সমতা ফেরান আর্সেনাল ডিফেন্ডার। ২-২ ড্রয়ের পরে আর্সেন ওয়েঙ্গার তোপ দাগলেন রেফারির বিরুদ্ধে। তাঁর অভিযোগ, অন্যায্য পেনাল্টি দিয়েছেন রেফারি। ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে আর্সেনাল ম্যানেজার বলেছেন, ‘‘পেনাল্টির সিদ্ধান্ত হাস্যকর। রেফারি চাইলে দশটা পেনাল্টি দিতে পারতেন।’’ এর আগেও রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে মন্তব্য করায় ইংল্যান্ডের ফুটবল সংস্থা (এফএ) কর্তারা ক্ষুব্ধ ওয়েঙ্গারের উপর। এ দিন ফের তোপ দাগলেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যমের মতে, কড়া শাস্তির মুখে পড়তে চলেছেন ওয়েঙ্গার।

চেলসি ম্যানেজার আন্তোনিও কন্তে হতাশ আর্সেনালের বিরুদ্ধে এগিয়ে গিয়েও জয় হাতছাড়া হওয়ায়। তিনি বলেছেন, ‘‘জয়ের দারুণ সুযোগ হাতছাড়া করলাম আমরা। তবে বাস্তবটা মেনে নিতেই হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arsene Wenger Chelsea Arsenal EPL Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE