Advertisement
২৭ এপ্রিল ২০২৪

প্রতিপক্ষ সার্ভিসেস, ব্যাটিংয়ে মন অরুণের

জয়পুরে জয়পুরিয়া বিদ্যাপীঠ মাঠের পিচ পেসারদের সাহায্য করছে। তাই বাংলাও গত ম্যাচের মতো তিন পেসারেই ভরসা রাখছে।

অরুণ লাল।—ফাইল চিত্র।

অরুণ লাল।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৯ ০৪:২৭
Share: Save:

বিজয় হজ়ারে ট্রফিতে হার দিয়ে যাত্রা শুরু হয়েছে বাংলার। গুজরাতের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের ফলে ২৫৩ রান তাড়া করতে ব্যর্থ হয়েছেন মনোজ তিওয়ারিরা। আজ, শনিবার বাংলার প্রতিপক্ষ সার্ভিসেস। তামিলনাড়ুর বিরুদ্ধে যারা ২১২ রানে হেরেছে। তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে গত ম্যাচের দল নিয়েই নামছে বাংলা।

জয়পুরে জয়পুরিয়া বিদ্যাপীঠ মাঠের পিচ পেসারদের সাহায্য করছে। তাই বাংলাও গত ম্যাচের মতো তিন পেসারেই ভরসা রাখছে। বাংলার যে মাঠে ম্যাচ, সেখানে শুক্রবারই খেলেছে ত্রিপুরা ও তামিলনাড়ু। ম্যাচটি দেখতে গিয়েছিলেন বাংলার কোচ। তিনি বুঝেছেন, পিচে ঘাস থাকতে পারে। তাই টস জিতে ব্যাট করার ঝুঁকি নেবে না বাংলা। অশোক ডিন্ডা, আকাশ দীপ ও সায়ন ঘোষের হাতেই দায়িত্ব তুলে দেওয়া হবে শুরুর এক ঘণ্টা কাজে লাগানোর। মাঝের ওভারগুলোতে রান আটকানোর কাজ করবেন অর্ণব নন্দী, শাহবাজ় আহমেদ, মনোজ তিওয়ারিরা।

বাংলার কোচ যদিও উদ্বেগে দলের ব্যাটিং নিয়ে। জয়পুর থেকে ফোনে অরুণ লাল বলছিলেন, ‘‘প্রথম ম্যাচে এত কম রানও তাড়া করতে পারেনি দল। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচেও দলের ব্যাটিং খারাপ হয়েছে। সার্ভিসেসের বিরুদ্ধে সেটা করলে চলবে না। এখনও সাত ম্যাচ বাকি। লক্ষ্য থাকা উচিত বাকি প্রত্যেকটি ম্যাচ জেতার।’’

বোর্ডে বড় রান তোলার জন্য ব্যাটিং অর্ডারে কি কোনও পরিবর্তন হতে পারে? অরুণের উত্তর, ‘‘না। ব্যাটিং অর্ডার একই থাকছে। মিডল অর্ডারে আরও দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে ঋদ্ধিমান, অনুষ্টুপদের।’’

ঋদ্ধিমান এই ম্যাচটি খেলেই চলে যাবেন ভারতীয় শিবিরে যোগ দিতে। তৃতীয় ম্যাচ থেকে বাংলা দলে ফিরবেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন। তাই সার্ভিসেস ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন সুদীপ চট্টোপাধ্যায়ই। প্রথম ম্যাচে যিনি মাত্র চার রান করেন। শূন্য করেন মনোজ। তাই সার্ভিসেস ম্যাচের আগে দু’জনেই নেটে বেশি সময় ব্যাটিং করেছেন। যা নিয়ে কোচ আত্মবিশ্বাসী, ‘‘দ্বিতীয় ম্যাচে আশা করছি মনোজের ব্যাটে একটা বড় ইনিংস দেখতে পাব। প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পরে অনুশীলনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। তার ফল হয়তো এ ম্যাচেই পাবে মনোজ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Bengal Arun Lal Vijay Hazare trophy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE