Advertisement
০১ মে ২০২৪

অলরাউন্ডার প্রয়াসকে বাংলা দলে চান অরুণ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশে সুযোগ পাওয়ার সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সে। আরসিবি-র প্রাক-মরসুম শিবিরে গিয়ে ইয়ো ইয়ো টেস্টে প্রথম হয়।

পরামর্শ: রবিবার ইডেনে লক্ষ্মণের ক্লাসে প্রয়াস। ছবি: সুদীপ্ত ভৌমিক

পরামর্শ: রবিবার ইডেনে লক্ষ্মণের ক্লাসে প্রয়াস। ছবি: সুদীপ্ত ভৌমিক

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:১৫
Share: Save:

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশে সুযোগ পাওয়ার সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সে। আরসিবি-র প্রাক-মরসুম শিবিরে গিয়ে ইয়ো ইয়ো টেস্টে প্রথম হয়। আফগানিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে চার ওভারে ২২ রান দিয়ে দুই উইকেটও নেয় ১৬ বছর বয়সি এই লেগস্পিনার। এ বার ব্যাট হাতেও নিজেকে প্রমাণ করতে মরিয়া প্রয়াস রায়বর্মণ।

মঙ্গলবার ইডেনে বাংলার ম্যাচ প্র্যাক্টিসে ৩৫ বলে ৬০ রান করে প্রয়াস। ব্যাটিংয়ে প্রয়াসের প্রতিভা দেখে আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অলরাউন্ডার হিসেবেই প্রয়াসকে ব্যবহার করতে চান বাংলার কোচ অরুণ লাল। মঙ্গলবার ইডেনে বাংলার অনুশীলন চলাকালীন অরুণ বলেন, ‘‘ব্যাটিং অর্ডারের নীচের দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ও। ঠিক মতো ব্যবহার করতে হবে।’’

প্রয়াস নিজেও আত্মবিশ্বাসী ব্যাটিং নিয়ে। তার কথায়, ‘‘আইপিএল-এ শুধু বল করলে চলবে না। টি-টোয়েন্টি ফর্ম্যাটের জন্য একজন অলরাউন্ডারকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। আমিও সেই চেষ্টাই করছি।’’ মুস্তাক আলির নক আউট পর্বে উঠলে অবশ্য প্রয়াসকে পাবে না বাংলা। কারণ, তাকে ভারতের অনূর্ধ্ব ১৯ ‘বি’ দলে নেওয়া হয়েছে। ৫ মার্চ থেকে চারদলীয় প্রতিযোগিতার জন্য। এ দিন জানা গেল, অশোক ডিন্ডা এখন সুস্থ। মঙ্গলবার বিশ্রাম নেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Bengal Arun Lal Prayas Ray Barman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE