তাঁর বোলিং অ্যাকশন নিয়ে বরাবরই বিতর্ক হয়েছে। এবার তামিলনাড়ু লিগে রবিচন্দ্রন অশ্বিনের অদ্ভুত বোলিং অ্যাকশন নিয়ে চর্চা হচ্ছে সর্বত্র।
গত শুক্রবার, ডিন্ডিগুল ড্রাগনসের হয়ে নেমেছিলেন অশ্বিন। প্রতিপক্ষ ছিল চিপক সুপার গিলিজ। শেষ ওভারের চতুর্থ বলে অদ্ভুত ভঙ্গিতে ডেলিভারি করেন এই অফ স্পিনার।
এমন অদ্ভুত বোলিং দেখার পরে নেট দুনিয়ায় প্রবল আলোড়ন তৈরি হয়। অশ্বিনের বোলিং অ্যাকশন নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। অবশ্য যাঁর বোলিং নিয়ে এত কথা, সেই অশ্বিন কিন্তু একটি শব্দও খরচ করেননি।