Advertisement
০২ মে ২০২৪
Cricket

রামিজের কাছে দুঃস্বপ্ন! পাকিস্তানের সমালোচনায় আক্রম, আফ্রিদিও

বাংলাদেশের বিরুদ্ধে জেতার জন্য সরফরাজ আহমেদের দলকে করতে হত ২৪০ রান। কিন্তু পাকিস্তান থেমে যায় ৩৭ রান আগে। এশিয়া কাপ থেকে বিদায় মানতে পারছেন না পাকিস্তানের প্রাক্তনরা।

এশিয়া কাপে পাকিস্তানের পারফরম্যান্সে হতাশ রামিজ, আফ্রিদি ও আক্রম।

এশিয়া কাপে পাকিস্তানের পারফরম্যান্সে হতাশ রামিজ, আফ্রিদি ও আক্রম।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৩৫
Share: Save:

হতাশা, যন্ত্রণা, আফসোস— মিলেমিশে যাচ্ছে পাকিস্তান ক্রিকেটমহলে। বুধবার সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে পরাজয় মেনে নিতে পারছেন না প্রাক্তন ক্রিকেটাররা।

বাংলাদেশের বিরুদ্ধে জেতার জন্য সরফরাজ আহমেদের দলকে করতে হত ২৪০ রান। কিন্তু পাকিস্তান থেমে যায় ৩৭ রান আগে। জিতে এশিয়া কাপের ফাইনালে ওঠে মাশরফি মর্তুজার দল। আর বিদায় নেয় পাকিস্তান

সঙ্গে সঙ্গে পাক ক্রিকেটমহলে নেমে আসে শোকের ছায়া। প্রাক্তন অধিনায়ক রামিজ রাজা পরাজয়কে ‘দুঃস্বপ্ন’ হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, “এশিয়া কাপের আগে পাকিস্তানকে ফেভারিট হিসেবে চিহ্নিত করা হচ্ছিল। কিন্তু সেই স্বপ্ন খুব বাজে ভাবে শেষ হল। নেতৃত্ব ভাল হয়নি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংও ভাল হয়নি। এটা পাকিস্তানের কাছে দুঃস্বপ্ন ছিল।”

আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ মেতে উঠল উৎসবে​

আরও পড়ুন: পরিসংখ্যান বিপক্ষে, তবু ফাইনালে সব বাধা জয় করতে মরিয়া বাংলার বাঘেরা

কিংবদন্তি অলরাউন্ডার ওয়াসিম আক্রম টিভিতে এক অনুষ্ঠানে বলেন, “কেন আমাদের দল ৪০ ওভার ব্যাট করতে পারে না, তা দেখতে হবে। শোয়েব মালিক তো আর প্রতি দিন ম্যাচ জেতাতে পারবে না। শোয়েব আউটের পর মনে হয়নি আমরা জিততে পারব।”

প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি আবার সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশকে। লিখেছেন, “এই দলের উপর অনেক প্রত্যাশা ছিল। কিন্তু, সার্বিক পারফরম্যান্সে আমি হতাশ। আরও ফোকাস ও অনুশীলন দরকার।”

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল , টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE