Advertisement
০৭ মে ২০২৪
India vs Pakistan

হকি স্টিকে উরি হামলার ‘বদলা’! ভারত ৩ পাকিস্তান ২

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগেই ভারত অধিনায়ক বলে দিয়েছিলেন, এ বার পাকিস্তানের বিরুদ্ধে অন্য বদলার ম্যাচ খেলতে নামবে ভারত। এই ম্যাচ জিতে উরি হামলায় মৃত সৈনিকদের উৎসর্গ করতে চেয়েছিলেন তিনি। আর রবিবার ছিল সেই ম্যাচ। যেমন বলা তেমনই কাজ।

পাকিস্তানকে হারিয়ে দিল ভারত। ছবি: ফেসবুক।

পাকিস্তানকে হারিয়ে দিল ভারত। ছবি: ফেসবুক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৬ ১৮:০৭
Share: Save:

ভারত ৩ (প্রদীপ, রুপিন্দর, রমনদীপ)

পাকিস্তান ২ (রিজওয়ান, ইরফান)

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগেই ভারত অধিনায়ক বলে দিয়েছিলেন, এ বার পাকিস্তানের বিরুদ্ধে অন্য বদলার ম্যাচ খেলতে নামবে ভারত। এই ম্যাচ জিতে উরি হামলায় মৃত সৈনিকদের উৎসর্গ করতে চেয়েছিলেন তিনি। আর রবিবার ছিল সেই ম্যাচ। যেমন বলা তেমনই কাজ। লিগ পর্বের তৃতীয় ম্যাচেই পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে সেই কথা রাখলেন অধিনায়ক শ্রীজেশ। পাকিস্তানকে হারিয়ে দিল ৩-২ গোলে। শুরুটা করেছিল ভারতই। শেষটাও করল তারাই। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই ভারতকে এগিয়ে দিয়েছিলেন প্রদীপ মোর।

সদ্য ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন। যে কারণে তাঁকে খুব একটা নজরে রাখেনি পাক রক্ষণ। যার সুযোগটা দারুণভাবে কাজে লাগালেন মোর। গোলকিপারের সামনে থেকেই গোলে পাঠালেন বল। যদিও ভারতের এই গোলের উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই সমতায় ফেরে পাকিস্তান। মহম্মদ রিজওয়ান জুনিয়র গোলমুখি শট বাঁচানোর সুযোগই পাননি শ্রীজেশ। কয়েক মিনিটের মধ্যে আবার দ্বিতীয় গোল পাকিস্তানের। মহম্মদ ইরফান জুনিয়রের গোলে ২-১ এ এগিয়ে যায় পাকিস্তান।

তার পরই পেনাল্টি কর্নার পেয়ে যায় ভারত। যখন রুপিন্দর পাল সিংহর হাতে স্টিক আর ভারতের অনুকূলে পেনাল্টি কর্নার তখন গোল না হওয়াটাই অস্বাভাবিক। সেই পেনাল্টি কর্নার থেকে ভারতের হয়ে ২-২ করে যান রুপিন্দর। তৃতীয় কোয়ার্টারের শেষে ফিল্ড গোল করে ব্যবধান বারান রমনদীপ সিংহ। কাউন্টার অ্যাটাক শেষ হয় গোলে এসে। শেষ কোয়ার্টারে ভারতের রক্ষণের গণ্ডি পেড়তে পারেনি পাক ফরোয়ার্ডরা। সেখানেই শেষ হয়ে যায় পাক আক্রমণের সব ঝাঁঝ। কুয়ান্টানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে যে সর্দার, শ্রীজেশরা অন্য বার্তা দিয়ে রাখলেন বর্ডারের অন্য প্রান্তে। খেলার মাঠে তাই খেলেই বদলাটা নিয়ে গেল ভারতীয় হকি দল।

প্রথম ম্যাচে জাপানকে ১০-২ গোলে হারানোর পর দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ১-১ গোলে আটকে গিয়েছিল ভারত। তৃতীয় ম্যাচে জয়ে ফিরে লিগ শীর্ষে চলে গেল অল্টমাসের দল।

আরও খবর

তৃতীয় ওয়ান ডে: ভারতকে করতে হবে ২৮৬ রান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India Pakistan Hockey Asian Champions Trophy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE