Advertisement
E-Paper

কীসের আবার চাপ, বলছেন হাবাস

শেষ পর্যন্ত পর্তুগালে ফিরেই গেলেন আটলাটিকো দে কলকাতার মার্কি ফুটবলার হেল্ডার পস্টিগা! হাজার চেষ্টা করেও পর্তুগিজ বিশ্বকাপারের ব়ড়সড় চোট মিডিয়ার কাছে লুকিয়ে রাখতে পারলেন না এটিকে কর্তারা। মঙ্গলবার রাতের উড়ানে ভারত ছাড়েন পস্টিগা। বিশ্বস্ত সূত্রের এমনই খবর। সোজা কথায়, আইএসএল টু-র দ্বিতীয় ম্যাচের আগের দিন বড়সড় মানসিক ধাক্কা আটলেটিকো শিবিরে। ফাইনাল স্টপ— ২০.১২.২০১৫, গোয়া।

দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৫ ০৩:১৮
গোয়াতে এটিকে-র অনুশীলন। মঙ্গলবার। ছবি: পিটিআই

গোয়াতে এটিকে-র অনুশীলন। মঙ্গলবার। ছবি: পিটিআই

শেষ পর্যন্ত পর্তুগালে ফিরেই গেলেন আটলাটিকো দে কলকাতার মার্কি ফুটবলার হেল্ডার পস্টিগা! হাজার চেষ্টা করেও পর্তুগিজ বিশ্বকাপারের ব়ড়সড় চোট মিডিয়ার কাছে লুকিয়ে রাখতে পারলেন না এটিকে কর্তারা।
মঙ্গলবার রাতের উড়ানে ভারত ছাড়েন পস্টিগা। বিশ্বস্ত সূত্রের এমনই খবর। সোজা কথায়, আইএসএল টু-র দ্বিতীয় ম্যাচের আগের দিন বড়সড় মানসিক ধাক্কা আটলেটিকো শিবিরে।
ফাইনাল স্টপ— ২০.১২.২০১৫, গোয়া।
স্পেনে আটলাটিকো মাদ্রিদের আস্তানায় আটলেটিকো কলকাতার এ বারের প্রাক-মরসুম শিবিরের প্রথম দিন ফুটবলারদের সামনে এই একটি বাক্যই ছিল কোচ হাবাসের ভোকাল টনিক।
তখন কি তিনি আর জানতেন, মাণ্ডবী নদীর তীরেই তাঁর টিম ‘ফাইনাল ডেস্টিনেশন’-এর পৌনে তিন মাস আগে সেটার কড়ি জোগাড় করার বদলে প্রায় শেষের কবিতা পড়ে ফেলার দুর্দশাগ্রস্থ হবে।? গত বছর এটিকে এই ম্যাচটাতেই দীপাবলির রাতে ফুটবলপ্রেমী গোয়ানদের বাড়িতে আঁধার নামিয়ে দিয়েছিল জিকোর টিমকে হারিয়ে। আর আজ কলকাতা কোচ হাবাসেরই চোখেমুখে যেন আঁধার! পরিচিত মহিলা সাংবাদিককে দেখে ‘‘কী রকম ভাল ইংরেজি বলছি দেখেছ এ বার’’, বলে সহজ হওয়ার চেষ্টা করছিলেন বটে। কিন্তু সেই কপট হাসিঠাট্টাও পোড়খাওয়া স্প্যানিশ কোচের আসল শরীরী ভাষা লুকোনোর পক্ষে যেন .যথেষ্ট ছিল না!
সোমবার রাতেও আটলেটিকো ম্যানেজমেন্টের কোনও কোনও মহলে দাবি করা হয়, গোয়া থেকে ফিরে যুবভারতীতে ফুটবলসম্রাট পেলের সামনেই বহাল তবিয়তে কেরল ব্লাস্টার্স ম্যাচে নামবেন পস্টিগা। কিন্তু মঙ্গলবারের আনন্দবাজার জানিয়ে দিয়েছিল, পস্টিগার চোট মোটেই ছোটখাটো নয়। বরং বেশ কয়েকটা ম্যাচ মাঠের বাইরে থাকতে হতে পারে পর্তুগাল দলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এই প্রাক্তন সতীর্থকে।
তার পরই এ দিন বেলার দিকে একশো আশি ডিগ্রি ঘুরে এটিকে থেকে জানিয়ে দেওয়া হল— পস্টিগার চোট গুরুতর। তাই দেশে ফিরে যাচ্ছেন তিনি।

মাণ্ডবীর মোহনায় ম্যারিয়ট হোটেলে টিমের মিডিও গ্যাভিলানকে নিয়ে হাবাস যখন এ দিন সাংবাদিক সম্মেলনে এলেন তখনও বোঝা যায়নি কী নাটক এর পরে অপেক্ষা করছে! শুরুতেই এটিকে কোচ সটান বলে দেন, ‘‘পস্টিগাকে আমরা হয়তো এক মাস পাব না। তবে এ বার আমাদের টিমে স্বদেশি-বিদেশি মিলিয়ে ভারসাম্য ভাল। তাই পস্টিগার জন্য অসুবিধে হবে না।’’

কোচের ঘোষণার আধ ঘণ্টা পর অবশ্য টিম ম্যানেজমেন্টের তরফে স্পোর্টস ডিরেক্টর আলবার্তো মোরেরো ই-মেল মারফত জানালেন ‘‘প্রথম ম্যাচে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোট সারাতে পর্তুগাল ফিরে যাচ্ছেন পস্টিগা।’’ সঙ্গে এও জানানো হয়, পস্টিগার এমআরআই রিপোর্ট মাদ্রিদে পাঠানো হয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক এবং ফিজিওর তত্ত্বাবধানে চোট সারাবেন তিনি।

এর পরেই আসতে শুরু করে একের পর এক তাৎপর্যপূর্ণ খবর। এটিকের কোনও কোনও মহল থেকে জানানো হয়, কলকাতা হয়ে পর্তুগাল ফিরবেন পস্টিগা। বিকেলে ফতোরদা স্টেডিয়ামে প্র্যাকটিসে যাওয়ার পথে টিমের দু’-এক জন ফুটবলার আবার বিভ্রান্তি বাড়িয়ে দিয়ে বলেন, ‘‘পস্টিগা সারা দিন কারও সঙ্গে দেখা করেনি। নিজের ঘরেই ছিল।’’

যদিও বিশ্বস্ত সূত্রের খবর, এ দিন বেলা একটু বাড়তেই লাঞ্চ সেরে সোজা মুম্বই উড়ে যান পস্টিগা। রাত ন’টায় সেখান থেকে পর্তুগালের উড়ান ধরেছেন। দেশে ফিরে প্রথমে ব্যক্তিগত চিকিৎসককে দেখাবেন। তার পর স্পেনে গিয়ে আটলেটিকো মাদ্রিদে শুরু করবেন রিহ্যাব। টিম সূত্রে আরও খবর, ২৯ অক্টোবর তাঁকে ভারতে ফেরানোর জোরদার চেষ্টা চালাচ্ছেন এটিকে কর্তারা।

অর্থাৎ, গোটা অক্টোবর মার্কি ফুটবলার ছাড়া চলতে হবে গত বারের চ্যাম্পিয়নদের। যার মধ্যে হাবাসের দলকে মুখোমুখি হতে হবে এফসি গোয়া (বুঝবার), কেরল ব্লাস্টার্স (১৩ অক্টোবর), এফসি পুণে সিটি (১৭ অক্টোবর), নর্থ ইস্ট ইউনাইটেড (২৩ অক্টোবর), দিল্লি ডায়ানামোসের (২৯ অক্টোবর)। টিম ম্যানেজমেন্টের তরফে কোচ সহ কেউ অবশ্য জোর দিয়ে বলতে পারেননি দিল্লি ম্যাচেও পস্টিগাকে পাওয়া যাবে। ফলে উদ্বোধনী ম্যাচ বাদ দিলে আইএসএলের পুরো প্রথম পর্বই পস্টিগার মাঠের বাইরে থাকার সম্ভাবনা প্রবল।

প্রশ্ন হচ্ছে, গত বারও আটলেটিকোর মার্কি ফুটবলার লুইস গার্সিয়ার হ্যামস্ট্রিং ছিঁড়ে গিয়েছিল। কিন্তু তাঁকে স্পেন দৌড়তে হয়নি। তা হলে এ বার পস্টিগার চোট কি তার চেয়েও বড়? তা হলে কি অক্টোবরের পরেও পস্টিগা ম্যাচ ফিট হয়ে উঠতে সময় নেবেন? টিমের সঙ্গে যে বিদেশি ফিজিওরা জড়িত তাঁরা পস্টিগার চোটের গুরুত্ব বুঝতে বাহাত্তর ঘণ্টা লাগিয়ে দিলেন কেন? কেনই বা এটিকে কর্তারা তাঁদের মার্কির চোট নিয়ে মিডিয়ার সঙ্গে লুকোচুরি খেললেন?

হাবাস অবশ্য এর পরেও বললেন, ‘‘ধুর, কীসের চাপ! এর চেয়েও খারাপ পরিস্থিতি থেকে ম্যাচ বার করেছি।’’ জিকোও এর পরে কেমন যেন ডিফেন্সিভ! কলকাতার অর্ণব, পস্টিগা, জুয়েল, রিনোর কালকের ম্যাচে অনুপস্থিতি নিয়ে তাঁর মন্তব্য, ‘‘আমাদেরও তো নারায়ণ, প্রণয়, বিক্রমজিৎ, ভিক্টররা নেই।’’ হাবাস আবার এর মধ্যেও বলে গেলেন, ‘‘এ বার আইএসএলের নতুন আকর্ষণ ‘পেনাল্টি জোক’—প্রথম ম্যাচে যা হল আমাদের সঙ্গে।’’

বঙ্গোপসাগরের তীরের সেই পেনাল্টি জোক বুধবার যদি আরব সাগরের তীরে লুসিওদের ভাগ্যে ধাক্কা মারে? এ বার হাসছেন কলকাতার স্প্যানিশ কোচ— ‘‘জাস্ট প্রে ফর আস!’’

atk coach habas habas pressure postiga returned postiga habas pressure habas postiga update abpnewsletters
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy