Advertisement
২৫ এপ্রিল ২০২৪

সব টিমের চেয়ে শক্ত এটিকের ভিত

আইএসএলে সবে অভিযান শুরু করেছে টিমগুলো। ফুটবলারদের যে কোনও টুর্নামেন্টের সঙ্গেই খাপ খাইয়ে নিতে কিছু সময় লাগে। আর সেটা এক বার হয়ে গেলেই অনেক আকর্ষণীয় চমক অপেক্ষা করে রয়েছে আইএসএলে। আর সেগুলো দেখতে এক প্রকার মুখিয়েই রয়েছি আমি।

ভাইচুং ভুটিয়া
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৬ ০৪:১৬
Share: Save:

আইএসএলে সবে অভিযান শুরু করেছে টিমগুলো। ফুটবলারদের যে কোনও টুর্নামেন্টের সঙ্গেই খাপ খাইয়ে নিতে কিছু সময় লাগে। আর সেটা এক বার হয়ে গেলেই অনেক আকর্ষণীয় চমক অপেক্ষা করে রয়েছে আইএসএলে। আর সেগুলো দেখতে এক প্রকার মুখিয়েই রয়েছি আমি।

সব টিমকে দেখার পর এ পর্যন্ত যে টিমটাকে সামগ্রিক ভাবে মনে হচ্ছে শক্ত ভিতের উপর দাঁড়িয়ে, সেটা হল—আটলেটিকো দে কলকাতা। ওরা ওদের প্রথম একাদশের সব বিদেশিকেই প্রায় ধরে রেখেছে। মাঠেও তার ফল দেখতে পাচ্ছি। আমি জানি যে বিশেষজ্ঞরা বলবেন যে প্রথম তিনটে ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচ জিতেছে কলকাতা। কিন্তু মাঠের মধ্যে ওদের যে বোঝাপড়া তা কিন্তু সে কথা বলছে না। বরং ভাল কিছুরই ইঙ্গিত দিচ্ছে।

এটা ঠিক যে টুর্নামেন্টটা সবে শুরু হয়েছে। কিন্তু খুব ভাল করে লক্ষ্য করলে দেখবেন এটিকের বিদেশিরা অন্য ফ্র্যাঞ্চাইজির বিদেশিদের তুলনায় অনেক আগেই টিম ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে। গত বছর ইয়ান হিউম এবং সামিঘ দ্যুতির টিম ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে অনেকটা সময় লেগেছিল। তার পরে অবশ্য ছন্দেই পাওয়া গিয়েছিল দু’জনকে। কিন্তু এ বার সম্পুর্ণ অন্য গল্প।

কলকাতার মতোই মুম্বই সিটি এফসিও একটা পজিটিভ দৌড় শুরু করেছে ট্রফি শিকারে বেরিয়ে। আর ওদের টিমটাকে বেশ ব্যালান্সডও লাগছে। আর আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে হোম ম্যাচ খেলায় ওরা আরও গতি পেয়ে গিয়েছে। একে স্টেডিয়ামটা শহরের একদম কেন্দ্রস্থলে। আর হোম ক্রাউড যদি ম্যাচের সময় সারাক্ষণই টিমের জন্য গলা ফাটায় তা হলে তো যে কোনও টিমই বাড়তি শক্তি নিয়ে নামে। আর সেটা কখনও কখনও অন্য টিমের সঙ্গে পার্থক্য তৈরি করেও দেয়।

সমর্থকদের ওই টানা নব্বই মিনিট গলা ফাটানোয় এক দিকে হোম টিমের যেমন উৎসাহ বাড়ে। তেমনই ঠিক এই ব্যাপারটাই মুম্বই সফররত অন্য টিমের কাছে বেশ না-পসন্দ ব্যাপারই বটে। আর মুম্বই এর ফসল তুলছে পুরোদমে। সবার উপরে দিয়েগো ফোরলান এরই মধ্যে গোলের মধ্যে থাকতে শুরু করে দেওয়ায় গোটা টিমটার মধ্যে একটা আত্মবিশ্বাস ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে এফসি গোয়া বনাম চেন্নাইয়ান এফসি। গত বারের এই দুই ফাইনালিস্টের ম্যাচ দেখতে গোটা দেশের ফুটবলপ্রেমীরা পুরোদমে মুখিয়ে রয়েছেন। চেন্নাই টিমে ইলানো ব্লুমার ও স্টিভন মেন্দোজা না থাকায় এ পর্যন্ত ওদের বেশ ভুগতে হয়েছে। গত বছর ওদের জেজে লালপেখলুয়া গোল করে টিমকে এগিয়ে নিয়ে গিয়েছে। এ বার সেই জায়গায় একটা শূন্যস্থান দেখা যাচ্ছে। কারণ পিছন থেকে ইলানোর সেই সব ঠিকানা লেখা পাস আর পাচ্ছে না ওরা। সঙ্গে আক্রমণ ভাবে মেন্দোজার সাপোর্টও মিলছে না। আর সেটাই সামলে নেওয়া ওদের একটা বড় সমস্যা এ বার।

হিরো আইএসএলের ইতিহাসে এফসি গোয়ার শুরুটা কখনই ভাল হয় না। তবে প্রতিবারই টুর্নামেন্টের দ্বিতীয় ধাপে ওরা দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটায়। গোয়া ভাল দল। কাজেই ওরা ঘুরে দাঁড়াবেই। সেই কারণেই বলছি, বেশ কিছু দুর্দান্ত ফুটবল ম্যাচ আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে আগামী কয়েক মাসে। (টিসিএম)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ATK ISL 2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE