Advertisement
২৫ এপ্রিল ২০২৪

‘আমার তোমার কলকাতা’

ফুটবল সম্পর্কে এগুলোই তাঁর ‘মেড ইজি’। তবুও এটিকে কোচ টেডি শেরিংহ্যাম প্রথম বার কলকাতায় পা দিয়েই শুনিয়ে দিলেন তাঁর মন্ত্র। বললেন, ‘‘আমার ফুটবল দর্শন হল সেই দলটাকে খুঁজে নেওয়া, যারা জেতার জন্য সর্বদা ইতিবাচক থাকে।’’

কলকাতার নতুন জার্সি হাতে টেডি শেরিংহ্যাম এবং অ্যাশলে ওয়েস্টউড। মাঝে টিম মালিক সঞ্জীব গোয়েন্কা। শনিবার। নিজস্ব চিত্র

কলকাতার নতুন জার্সি হাতে টেডি শেরিংহ্যাম এবং অ্যাশলে ওয়েস্টউড। মাঝে টিম মালিক সঞ্জীব গোয়েন্কা। শনিবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৭ ১৪:০০
Share: Save:

সৌজন্যে ভারতে খেলা জনাকয়েক ফুটবলার, কোচ আর এটিকে-র টেকনিক্যাল ডিরেক্টর অ্যাশলে ওয়েস্টউড-এর থেকে প্রাপ্ত তথ্য।

ফুটবল সম্পর্কে এগুলোই তাঁর ‘মেড ইজি’। তবুও এটিকে কোচ টেডি শেরিংহ্যাম প্রথম বার কলকাতায় পা দিয়েই শুনিয়ে দিলেন তাঁর মন্ত্র। বললেন, ‘‘আমার ফুটবল দর্শন হল সেই দলটাকে খুঁজে নেওয়া, যারা জেতার জন্য সর্বদা ইতিবাচক থাকে।’’

ইংল্যান্ডের বিখ্যাত ‘থ্রি লায়ন্স’ জার্সি গায়ে বিশ্বকাপে খেলেছেন শেরিংহ্যাম। আইএসএলে কলকাতার দলের দায়িত্ব নেওয়ার পরেই জেনে গিয়েছেন, গত তিন বছরে দু’বার চ্যাম্পিয়ন তাঁর টিম। তাই সে কথা মাথায় রেখেই হয়তো এর পরে বলে ওঠেন, ‘‘জানি প্রত্যাশার চাপ একটা থাকবে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলার দিন থেকেই এই চাপ নিতে অভ্যস্ত। এটা একটা দারুণ সুযোগ। কলকাতার ফুটবল পাগল দর্শকদের সামনে সেরা খেলাটা মেলে ধরতে চাই।’’

যা শুনে এটিকে-র টিডি সেই ওয়েস্টউড বলছেন, ‘‘টেডির কাছ থেকে অনেক কিছু শেখার আছে। লম্বা লিগে নিজের অভিজ্ঞতা দিয়ে ওঁকে সহযোগিতা করবো।’’

শনিবার সকালবেলা বৃষ্টির মধ্যেই কলকাতায় পা রেখেছিলেন দু’জনে। দুপুরে দক্ষিণ কলকাতার অভিজাত হোটেলে সাংবাদিক সম্মেলন আর জার্সি উদ্বোধন সেরেই ছুটলেন মুম্বইয়ের উড়ান ধরতে। রবিবার সেখানেই আইএসএলের ড্রাফট থেকে দল বেছে নেবেন দুই ব্রিটিশ কোচ।

তার আগে রবি কিন থেকে পছন্দের অন্য ফুটবলার সম্পর্কে কোনও মন্তব্যই করেননি তাঁরা। বরং কলকাতার টিমের মালিক সঞ্জীব গোয়েন্কা আতলেতিকো দে মাদ্রিদের সঙ্গে এটিকের টেকনিক্যাল যোগসূত্র শেষ হয়ে গিয়েছে জানিয়ে, এ দিনই বলে দিলেন, ‘‘এটিকে মানে এখন আমার তোমার কলকাতা।’’

একই সঙ্গে মোহনবাগান, ইস্টবেঙ্গল প্রসঙ্গও সুকৌশলে এড়িয়ে গিয়েছেন তিনি। সঞ্জীব গোয়েন্কার কথায়, ‘‘মোহনবাগান-ইস্টবেঙ্গল আমাদের আদর্শ। ওদের সঙ্গে কোনও লড়াই নেই। ’’

পাঁচ লক্ষের বৃত্তি: কেবল ফুটবল বা ক্রিকেট নয়। এ বার মহিলা ক্রীড়াবিদদের পাশেও দাঁড়াচ্ছেন আতলেতিকো দে কলকাতা-র মালিক সঞ্জীব গোয়েন্কা এবং তাঁর সংস্থা আরপিএসজি স্পোর্টস। শনিবার সাংবাদিক সম্মেলনে তিনি ঘোষণা করেন, চলতি বছর থেকে দেশের সেরা পাঁচ মহিলা ক্রীড়াবিদকে বছরে পাঁচ লক্ষ টাকা বৃত্তি দেবে তাঁর সংস্থা। যাদের বেছে নেওয়া হবে একজন বিখ্যাত জুরির নেতৃত্বাধীন কমিটির মাধ্যমে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE