Advertisement
E-Paper

ইনিংসে ৫ উইকেট সিরাজের, প্রসন্ন, বেদী, মদন লাল, জাহিরের পাশে নাম তুললেন

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে নজির গড়লেন মহম্মদ সিরাজ । চতুর্থ দিনে ৭৩ রান দিয়ে ৫ উইকেট পান এই পেসার।

নিজস্ব প্রতিনিধি

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ১৩:৫২
পাঁচ উইকেট নিয়ে নজির সিরাজের। ছবি টুইটার

পাঁচ উইকেট নিয়ে নজির সিরাজের। ছবি টুইটার

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে নজির গড়লেন মহম্মদ সিরাজ । চতুর্থ দিনে ৭৩ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন তরুণ এই পেসার। পঞ্চম ভারতীয় হিসেবে গাব্বায় এক ইনিংসে পাঁচ উইকেট পেলেন তিনি।

এর আগে এরাপল্লি প্রসন্ন, বিষেণ সিংহ বেদী, মদন লাল, জাহির খান এই কীর্তি গড়েছিলেন। প্রসন্ন ১৯৬৮ সালে ১০৪ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন। ১৯৭৭ সালে বেদী ৫৭ রানে ৫ উইকেট নিয়েছিলেন। সেবারই মদনলাল ৭২ রানে ৫ উইকেট নিয়েছিলেন। ২০০৩ সালে জাহির খান ৯৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন। এবার সিরাজ।

২০০৮ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়াকে দুই ইনিংসেই অল আউট করল ভারত। গাব্বায় ১৯৮৭ সালের পর তৃতীয়বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০টি উইকেট তুলে নিলেন ভারতীয় বোলাররা। এই টেস্টে ভারতের প্রথম দলে থাকা পাঁচ বোলার খেলতে পারছেন না চোটের কারণে।

আরও পড়ুন: তাঁর সামনেই শ্যাডো ব্যাটিং রোহিতের, দাঁড়িয়ে হজম করলেন স্মিথ

ভারতীয় বোলারদের মধ্যে এই সিরিজে সবথেকে বেশি উইকেট নিয়েছেন সিরাজ। তিন ম্যাচে ১৩টি উইকেট নিয়েছেন তিনি। ১২টি উইকেট নিয়ে দু নম্বরে আছেন রবিচন্দ্রন অশ্বিন। যদিও, পিঠের ব্যথায় চতুর্থ টেস্টে খেলতে পারছেন না তিনি।

আরও পড়ুন: চতুর্থ দিনের খেলা শেষ, জিততে গেলে কাল ভারতকে তুলতে হবে ৩২৪ রান

৩২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ভারত বিনা উইকেটে ৪ রান করেছে। এই সিরিজ জিততে গেলে অস্ট্রেলিয়াকে শেষ দিনে ১০ উইকেট তুলতে হবে। চার ম্যাচের এই সিরিজে দুই দলই একটি করে ম্যাচ জিতেছে।

Indian Cricket Mohammed Siraj BCCI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy