Advertisement
০২ মে ২০২৪

ভারতীয় পরিবেশের জন্য তৈরি ওয়ার্নাররা

সিরিজের প্রথম বলটা পড়ার আগে একবার অস্ট্রেলিয়া টিমটার টপ অর্ডার ব্যাটিংয়ের দিকে তাকান। ভারতীয় পরিবেশ, পরিস্থিতিতে একেবারে নাজেহাল হয়ে পড়তে পারে এমন কাউকে দেখছেন কী?

রবি শাস্ত্রী
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:২৮
Share: Save:

সিরিজের প্রথম বলটা পড়ার আগে একবার অস্ট্রেলিয়া টিমটার টপ অর্ডার ব্যাটিংয়ের দিকে তাকান। ভারতীয় পরিবেশ, পরিস্থিতিতে একেবারে নাজেহাল হয়ে পড়তে পারে এমন কাউকে দেখছেন কী?

ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ সম্পর্কে নিশ্চয়ই ও কথা বলা যায় না। দুই মার্শ ভাই— শন এবং মিচেলও তৈরি। এর চেয়েও কঠিন পরিস্থিতিতে, অনেক বেশি গরমের মধ্যে, ভারত জুড়ে ছুটে বেড়াতে হয়েছে ওদের। হ্যাঁ, আমি আইপিএল ক্রিকেট উৎসবের কথা বলছি। পাঁচ নম্বরে পিটার হ্যান্ডসকম্বের জায়গাটা পাকা। অস্ট্রেলিয়াকে শুধু একটা জায়গা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। ওপেন করবে কে। উসমান খোয়াজা না ম্যাট রেনশ?

চার বছর আগে ভারত যে সব পিচে অস্ট্রেলিয়াকে ফেলেছিল, মনে হয় না এ বার সে রকম কিছু হবে। তাই অতিথিদের এই ব্যাটিং লাইন আপ কিন্তু বিরাট কোহালির টিমকে অনেকটা সময় মাঠে রেখে দিতে পারে। সেটা হলে মিচেল স্টার্ক ভারতীয় ব্যাটিংয়ের পরীক্ষা নিতে তৈরি থাকবে। ভুললে চলবে না, স্টার্ক কিন্তু এই পরিবেশের সঙ্গে যথেষ্ট পরিচিত। এর সঙ্গে যদি নাথন লায়ন ওর লুপ আর হৃদয়টা ঠিকঠাক জায়গায় রাখতে পারে, তা হলে এই দু’জন আর জস হ্যাজলউড মিলে চাপে ফেলতে পারে ভারতীয় ব্যাটসম্যানদের।

আমার মনে হয়, অস্ট্রেলিয়া সরাসরি ভারতের টুঁটি টিপে ধরতে ঝাঁপাবে। এক ইউনিট সৈন্য অনেক দিন ধরে রাস্তায় থাকার পর হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে যে রকম অস্বস্তিকর অবস্থা হয়, অস্ট্রেলিয়াও সে রকম পরিস্থিতিতে ফেলতে চাইবে কোহালিদের। সেটা না হয়ে ভারতীয় ব্যাটিং যদি চেনা ছন্দ পেয়ে যায়, যেখানে পাঁচশোটা কোনও ব্যাপারই নয়, তা হলে কিন্তু অশ্বিন-জাডেজা জুটি এবং রিভার্স সুইং অস্ট্রেলিয়ার দমবন্ধ করে দেবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Aussies Ready Indian cricket environment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE