Advertisement
০৫ মে ২০২৪

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করেও হার সাকিবদের

অস্ট্রেলিয়ার সামনে ১৫৭ রানের টার্গেট রাখল বাংলাদেশ। পর পর উইকেট হারালেও সাকিব, মাহমুদুল্লাহ ব্যাট থেকে এল বাউন্ডারি, ওভার বাউন্ডারি। যার আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে সেই তামিমকে বাদ দিয়েই নামতে হয়েছিল মাশরাফিকে। তাতে প্রথমে ব্যাট করে ১৫৬ রানই তুলতে পেরেছিল বাংলাদেশ।

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৬ ১৯:৩২
Share: Save:

আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে অসুস্থ তামিমকে বাদ দিয়েই নামতে হয়েছিল মাশরাফিকে। তাতে প্রথমে ব্যাট করে ১৫৬ রানই তুলতে পেরেছিল বাংলাদেশ। দুই ওপেনার সৌম্য ও মিঠুন ভরসা দিতে পারেনি দলকে। চার নম্বরে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানের ২৫ বলে ৩৩ রানের ইনিংস কিছুটা ভরসা দিলেও ক্রিজে টিকে থাকতে পারেননি তিনি। তার পর দলের ব্যাটিংয়ের হাল ধরেন মাহমুদুল্লাহ। ২৯ বলে ৪৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি।

জবাবে ব্যাট করতে নেমে প্রথমে বাংলাদেশ বোলারদের বেশ বেগ পেতে হয় দুই ওপেনারকে সামলাতে। উসমান খোয়াজা একাই বার বার সমস্যায় ফেলেন মাশরাফি, মুস্তাফিজুরদের। ৫৮ রানে আল আমিনের বলে বোল্ড হন খোয়াজা। রান আউট হন ওয়াটসন। এর পর মুস্তাফিজুর ও সাকলিন, সাকিবরা পর পর তুলে নেন স্মিথ, ওয়ার্নার, মার্শ, ম্যাক্সওেল ও হেস্টিংসকে। ব্যাট হাতে ৩৩ করার পর বল হাতেও তিনটি উইকেট নেন সাকিব আল হাসান। দু’টি উইকেট মুস্তাফিজুরের।

• ৩ উইকেটে বাংলাদেশকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া।

• ১৮.৩ ওভারে অস্ট্রেলিয়া ১৫৭/৭।

• সাকলিন সজিবকে বাউন্ডারি মেরে জয়ের রান তুলে নিলেন ফকনার।

• ব্যাট করতে এলেন পিটার নেভিল।

• ১১ বলে ৪ রাল দরকার অস্ট্রেলিয়ার। হাতে রয়েছে ৩ উইকেট।

১৮ ওভারে অস্ট্রেলিয়া ১৫২/৭।

• সাকিবের বলে সৌম্যকে ক্যাচ দিয়ে ৩ রানে ফিরলেন হেস্টিংস।

• হেস্টিংস আউট...

• হেস্টিংসের ক্যাচ ফেললেন আল আমিন।

• সাকিবের বলে মুশফিকুরকে ক্যাচ দিয়ে ২৬ রান করে আউট হলেন ম্যাক্সওয়েল।

• আউট ম্যাক্সওয়েল...

• ১৭ ওভারে অস্ট্রেলিয়া ১৪৮/৫।

• মুস্তাফিজুরকে জোড়া ছ্ক্কা ম্যাক্সওয়েলের।

• মুস্তাফিজুরের বলে সাকিবকে ক্যাচ দিয়ে ৬ রান করে ফিরলেন মার্শ।

• মার্শ আউট...

• সাকলিন সজিবের ওভারে জোড়া তিনটি বাউন্ডারি মেরে জয়ের কাছে পৌঁছে গেলেন ম্যাক্সওয়েলরা।

• ১৬ ওভারে অস্ট্রেলিয়া ১৩৫/৪।

• ৩০ বলে ৩৬ রান দরকারা অস্ট্রেলিয়ার। হাতে রয়েছে ৬ উইকেট।

• সাকিব আল হাসান বলে তাঁকেই ক্যাচ তুলে ফিরলেন ওয়ার্নার। তরলেন ১৭ রান।

• ওয়ার্নার আউট....

• ১৪ ওভারে অস্ট্রেলিয়া ১১৯/৩।

• ব্যাট করছেন ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েল।

• ৪০ বলে ৪২ রান দরকার অস্ট্রেলিয়ার। হাতে রয়েছে ৭ উইকেট।

• আল আমিন হোসেনের বলে বোল্ড খোয়াজা।

• উসমান খোয়াজা আউট....

• ১৩ ওভারে অস্ট্রেলিয়া ১১৫/২।

• মাহমুদুল্লাহর বলে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি ওয়ার্নারের।

• ১২ ওভারে অস্ট্রেলিয়া ৯৮/২।

• মুস্তাফিজুরের বলে বোল্ড হলেন স্মিথ।

• স্মিথ আউট....

• ৫৪ রানে ব্যাট করছেন খোয়াজা ও ১৪ রানে স্টিভ স্মিথ।

• ১১ ওভারে অস্ট্রেলিয়া ৯৪/১।

• সাকলিনকে স্মিথের ছক্কা।

• উসমান খোয়াজার হাফ সেঞ্চুরি।

১০ ওভারে অস্ট্রেলিয়া ৮২/১।

• ৯ ওভারে অস্ট্রেলিয়া ৭৪/১।

• ৪৫ রানে ব্যাট করছেন উসমান খোয়াজা।

• ৮ ওভারে অস্ট্রেলিয়া ৬৬/১।

• বাংলাদেশের প্রথম সাফল্য। ২১ রান করে রান আউট হলেন ওয়াটসন।

• রান আউট ওয়াটসন।

• বল করতে এলেন শুভাগত হোম।

• ৭ ওভারে অস্ট্রেলিয়া ৬০/০।

• সাকলেনকে ওয়াটসনের ছক্কা।

• মুস্তাফিজুরের বলে ওয়াটসনের ক্যাচ ফেললেন মিঠুন।

• ৬ ওভারে অস্ট্রেলিয়া ৫১/০।

• ৩৫ রানে ব্যাট করছেন উসমান খোয়াজা ও ১২ রানে শেন ওয়াটসন।

• ৫ ওভারে অস্ট্রেলিয়া ৪৪/০।

• সাকিবকে পর পর বাউন্ডারির বাইরে পাঠালেন খোয়াজা।পর পর তিনটি বাউন্ডারি।

• বল করতে এলেন সাকিব আল হাসান।

• ১৬ ওভারে অস্ট্রেলিয়াকে করতে হবে ১২৬ রান। হাতে রয়েছে ১০ উইকেট।

• ৪ ওভারে অস্ট্রেলিয়া ৩১/০।

• চোট সারিয়ে প্রথম বল করতে এলেন মুস্তাফিজুর।

• ৩ ওভারে অস্ট্রেলিয়া ২৪/০।

• আল আমিনকে এক ওভারে জোড়া বাউন্ডারি খোয়াজার।

• ২ ওভারে অস্ট্রেলিয়া ১৪/০।

• ১ ওভারে অস্ট্রেলিয়া ৯/০।

• ব্যাট করছেন উসমান খোয়াজা ও শেন ওয়াটসন।

• প্রথম ওভারেই মাশরাফিকে ছক্কা হাঁকালেন খোয়াজা।

• অস্ট্রেলিয়ার ব্যাটিং শুরু।

অস্ট্রেলিয়ার সামনে ১৫৭ রানের টার্গেট রাখল বাংলাদেশ। পর পর উইকেট হারালেও সাকিব, মাহমুদুল্লাহ ব্যাট থেকে এল বাউন্ডারি, ওভার বাউন্ডারি। যার ফলে বাংলাদেশ পৌঁছল ভদ্রস্ত রানে। ওপেন করতে এসে মাত্র ১ রান করেই প্যাভেলিয়নে ফিরে যান অফ ফর্মে থাকা সৌম্য সরকার। মাহমুদুল্লাহ ২৩ রান করে ফেরার পর বাংলাদেশ ইনিংসের হাল ধরেন সাকিব ও মাহমুদুল্লাহ। সাকিব আউট হন ৩৩ রানে। ২৯ বলে ৪৯ রান করে অপরাজিত থাকলেন মাহমুদুল্লাহ।

• ২০ ওভারের শেষে বাংলাদেশ ১৫৬/৫।

• বাংলাদেশের ইনিংস শেষ হল ১৫৬ রানে।

• কোল্টার নিলকে মাহমুদুল্লাহর জোড়া বাউন্ডারি।

• শেষ ওভার।

• ওয়াটসনের এই ওভারেও তিনটি বাউন্ডারি মারলেন মুশফিকুর, মাহমুদুল্লাহ।

• ১৯ ওভারে বাংলাদেশ ১৪৪/৫।

• ফকনারের ওভারে তিনটি বাউন্ডারি হাঁকালেন মাহমুদুল্লাহ ও মুশফিকুর।

• ১৮ ওভারে বাংলাদেশ ১২৭/৫।

• ফকনারের ওভারের প্রথম দুই বলেই বাউন্ডারি মাহমুদুল্লাহর।

• ১৭ ওভারে বাংলাদেশ ১১২/৫।

• ১৬ ওভারে বাংলাদেশ ১০৮/৫

• জাম্পার বলে নিলকে ক্যাচ দিয়ে প্যাবেলিয়নে ফিরলেন সাকিব। করলেন ৩৩ রান।

• আউট.....

• ১৫ ওভারে বাংলাদেশ ১০৪/৪।

• শেষ ওভারে সিঙ্গলসের মাধ্যে ৫ রান নিলেন সাকিব-মাহমুদুল্লাহ।

• ১৪ ওভারে বাংলাদেশ ৯৬/৪।

• ১৩ ওভারে বাংলাদেশ ৯১/৪।

• হেস্টিংসকে পর পর বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মাহমুদুল্লাহর।

• ১২ ওভারে বাংলাদেশ ৮০/৪।

• সাকিবের সঙ্গে ব্যাট করতে এলেন মাহমুদুল্লাহ।

• ১৩ রান করে এলবিডব্লু হলেন শুভাগত।

• জাম্পাকে এক ওভারে ওভার বাউন্ডারি আর বাউন্ডারি হাঁকিয়ে আউট হলেন শুভাগত হোম।

• ১০ ওভারে বাংলাদেশ ৬৪/৩।

• শুভাগতর ক্যাচ ফেললেন মার্শ।

• ২৩ রান করে জাম্পার বলে ওয়াটসনকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন মিঠুন।

• ব্যাট চালিয়ে আউট মহম্মদ মিঠুন।

• ৯ ওভারে বাংলাদেশ ৬১/২।

• ম্যাক্সওয়েলকে পর পর বাউন্ডারি ও ওভার বাউন্ডারি সাকিব আল হাসানের।

• ৮ ওভারে বাংলাদেশ ৪৯/২।

• হেস্টিংসের ওভারে ৪ রান নিল বাংলাদেশ।আগের ওভারেই ১২ রান নিয়েছেন মিঠুনরা।

• ৭ ওভারে বাংলাদেশ ৪৬/২।

• মার্শকে ছক্কা হাঁকালেন মহম্মদ মিঠুন।

• ১৯ রানে ব্যাট করছেন মহম্মদ মিঠুন।

• মার্শের বলে বাউন্ডারি হাঁকালেন মিঠুন।

• ৬ ওভারে বাংলাদেশ ৩৩/২।

• ব্যাট করতে এলেন সাকিব। এসেই বাউন্ডারি হাঁকালেন ওয়াটসনকে।

• শুরুতেই জোড়া উইকেট হারিয়ে সমস্যায় বাংলাদেশ।

• এবার ফিরলেন সাব্বির রহমান। ১২ রান করে ওয়াটসনের বলে ফকনারকে ক্যাচ দিয়ে আউট হলেন সাব্বির।

• আউট......

• ৫ ওভারে বাংলাদেশ ২৫/১।

• ৪ ওভারে বাংলাদেশ ১৯/১।

• সাব্বিরের জোড়া বাউন্ডারি হেস্টিংসকে।

• ৩ ওভারে বাংলাদেশ ১০/১।

• শেষ বলে ১ রান নিলেন মিঠুন।

• নাথানের বল ১৪২ থেকে ১৪৬ কিলোমিটার বেগে আসছে। বাংলাদেশ ব্যাটসম্যানরা রান নিতে পারছেন না।

• ২ ওভারে বাংলাদেশ ৫/১।

• ব্যাট করতে এলেন সাব্বির রহমান।

• ওয়াটসনের বলে ম্যাক্সওয়েলকে ক্যাচ দিয়ে মাত্র ১ রান করে প্যাভেলিয়নে ফিরলেন সৌম্য।

• সৌম্য সরকার আউট।

• ১ ওভারে বাংলাদেশ ২/০।

• ব্যাট করছেন সৌম্য সরকার ও মহম্মদ মিঠুন।

• খেলা শুরু।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া। বাংলাদেশ দলে ফিরলেন মুস্তাফিজুর। যেহেতু তাসকিনের মতো প্রথম দলের বিশ্বস্ত বোলারকে পাচ্ছে না দল সে কারণে চোট থেকে সদ্য ওঠা মুস্তাফিজুরকেই দলে নিতে বাধ্য হলেন মাশরাফি। তিনি আগের দিনই বলেছিলেন ২০ শতাংশ ফিট হলেও খেলবে মুস্তাফিজুর। তেমনটাই হল। দলে ঢুকেছেন শুভাগত হোমও।একই সঙ্গে টি২০তে অভিষেক হচ্ছে বাংলাদেশের সাকলিন সঞ্জীবের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bangladesh Australia Cricket wt20
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE