অকল্যান্ডের মাঠে নয়া নজির গড়ল অস্ট্রেলিয়া। টি২০ ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রান তাড়া করে ম্যাচ জয়ের নজির ডেভিড ওয়ার্নারের দলের। শুক্রবার অকল্যান্ডে ট্রাই সিরিজের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই প্রতিবেশি দেশ নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। অকল্যান্ডের মাঠ ছোট হওয়ায় আশা করাই হয়েছিল হাই স্কোরিং ম্যাচ হতে চলেছে এটি। যেমন ভাবা, তেমনই ফল।
টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড।
কিউই ইনিংসের প্রথম থেকেই স্ব-মেজাজে ধরা দেন মার্টিন গাপ্তিল। ৪৯ বলে সেঞ্চুরি করেন মার্টিন। তার আগেই করে ফেলেছেন বিশ্ব রেকর্ড। নিজের দেশেরই ব্রেন্ডন ম্যাকালামের টি২০ তে সর্বোচ্চ রানের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছেন। ৭০ ম্যাচে ২১৪০ রান করেছিলেন ম্যাকালাম। এ দিন ব্যাক্তিগত ৫৮ রান করতেই ম্যাকালামের সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন গাপ্তিল। যখন থামলেন তাঁর নামের পাশে ২১৮৮ রান। এই সেঞ্চুরির সৌজন্যে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েন তিনি। ভেঙে দিলেন ৫০ বলে করা ব্রেন্ডন ম্যাকালামের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ৫৪ বলে ১০৫ রানের ইনিংস খেলেন মার্টিন। গাপ্তিলের ইনিংসটি সাজানো ছিল ৯টি ছয় এবং ৬টি চার দিয়ে। আইপিএলে দল না পাওয়া মার্টিন নিঃসন্দেহে এ দিন বুঝিয়ে দিলেন তাঁকে দলে না নিয়ে কত বড় ভুল করেছেন আইপিএলের ফ্যাঞ্চাইজিগুলি।