Advertisement
২৫ এপ্রিল ২০২৪

রোহিতের সেঞ্চুরি আজও বিফলে, ব্রিসবেনেও জিতল অস্ট্রেলিয়া

সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিল অস্ট্রেলিয়া। বিশেষজ্ঞদের পরামর্শ কিছুটা মানলেন মহেন্দ্র সিং ধোনি। ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভূবনেশ্বরকে বসিয়ে ফেরালেন ইশান্ত শর্মাকে। তবে ওইটুকুই। দুই স্পিনার সহ বাকি দল রইল একই। প্রথম ম্যাচের মতো এদিনও টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। হাড্ডাহাড্ডি সেই ম্যাচের লাইভ আপডেট-

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৬ ০৯:২১
Share: Save:

সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিল অস্ট্রেলিয়া। বিশেষজ্ঞদের পরামর্শ কিছুটা মানলেন মহেন্দ্র সিং ধোনি। ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভূবনেশ্বরকে বসিয়ে ফেরালেন ইশান্ত শর্মাকে। তবে ওইটুকুই। দুই স্পিনার সহ বাকি দল রইল একই। প্রথম ম্যাচের মতো এ দিনও টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। অস্ট্রেলিয়া অবশ্য তিনটি পরিবর্তন করেছে। প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন ওয়ার্নার, মিচেল মার্শ এবং হ্যাজেলউড।তাদের জায়গায় দলে এসেছেন শন মার্শ, হেস্টিংস এবং রিচার্ডসন। হ্যাজেলউডকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্মিথ। হাড্ডাহাড্ডি সেই ম্যাচের লাইভ আপডেট-

• ৪৯ ওভারেই ৩ উইকেট হারিয়ে ৩০৯ রান তুলে নিল অস্ট্রেলিয়া। ৭৬ রানে বেইলি ও ২৬ রানে ম্যাক্সওয়েল অপরাজিত থাকলেন। ভারতের হয়ে তিনটি উইকেট নিলেন জাদেজা, ইশান্ত ও উমেশ যাদব।

• তিন উইকেটেই জয়ের রান তুলে নিল অস্ট্রেলিয়া।

• ৭৬ রানে বেইলি ও ২১ রানে ম্যাক্সওয়েল অপরাজিত রয়েছেন।

• ৪৮ ওভার শেষে ৩০৪ রান অস্ট্রেলিয়ার। এবারও হল না।

• বেইলি, ম্যাক্সওয়েলের দাপটে তিন উইকেট হারিয়ে ২৯৯ এ পৌঁছে গেল অস্ট্রেলিয়া। জয় শুধু সময়ের অপেক্ষা।

• প্রথম ম্যাচেরই অ্যাকশন রিপ্লে হয়তো হতে চলেছে। এদিনও কাজে এল না ভারতের বোলাররা। রোহিত, রাহানের দুরন্ত ব্যাটিং বিফলে গেল।

• ৪৬ বলে ৬১ রান করলেন বেইলি। অস্ট্রেলিয়ার দলগত রান ২৭২।

• ৪৩ ওভারের শেষে তিন উইকেট হারিয়ে ২৬৪ রান অস্ট্রেলিয়ার।

• তৃতীয় উইকেট পেল ভারত। উমেশ যাদবের বলে বোল্ড হলেন স্টিভ স্মিথ। ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান ২৪৪।

• ৪০ ওভারের শেষে অস্ট্রেলিয়ার রান দু’উইকেটে ২৩৮।

• অস্ট্রেলিয়ার রান দু’উইকেটে ২২২।

• দু’উইকেট গেলেও অস্ট্রেলিয়ার রানের গতি চিন্তার কারণ হতে পারে ধোনি বাহিনীর।

• ৩৫ ওভারের শেষে দু’উইকেট হারিয়ে ১৯৯ রান তুলল অস্ট্রেলিয়া।

• ৩১ ওভারের শেষে দু’উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান ১৭৪। ব্যাট করছেন স্মিথ ও বেইলি।

• দ্বিতীয় উইকেট পেল ভারত। ইশান্ত শর্মার বলে কোহলিকে ক্যাচ দিয়ে ফিরলেম মার্শ। তিনি করলেন ৭১ রান।

• ২৭ ওভারের শেষে অস্ট্রেলিয়া এক উইকেট হারিয়ে ১৬১ রান তুলেছে। ক্রিজে রয়েছেন মার্শ ও স্মিথ।

• জাদেজার বলে রাহানেকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন ফিঞ্চ।

• হাফ সেঞ্চুরি করে ফেলল ফিঞ্চ ও মার্শ। ফিঞ্চের রান ৭১ ও মার্শের ৬২।

• ২৩ ওভার শেষে এখনও কোনও উইকেট এল না ভারতের দখলে। অস্ট্রেলিয়ার রান ১৩৮।

• ১৮ ওভারের শেষে অস্ট্রেলিয়ার রান ৮২।

• কোনও উইকেট না হারিয়ে ১৫ ওভারের শেষে ৬৪ রান তুলল অস্ট্রেলিয়া। দুই ওপেনারই করেছে ২৯ রান করে।

• ১১ ওভারের শেষে অস্ট্রেলিয়া কোনও উইকেট না হারিয়ে ৪৫ রান তুলেছে।দুই ওপেনার ফিঞ্চ ২২ রান ও মার্শ ১৭ রানে ব্যাট করছেন।

• খুব ভাল শুরু করল অস্ট্রেলিয়া। ৭ ওভারের শেষে তারা ৩৩/০। শন মার্শ ৯ এবং ফিঞ্চ ১৮ রানে অপরাজিত।

• শেষ ন’বলে চার উইকেট গেল ভারতের। ইনিংস শেষ হল ৩০৮ রানে।

• ৮৯ রানে আউট হলেন আজিঙ্ক রাহানে। ৪৮ ওভারে ভারত ৩০২/৫।

• ৪৫ ওভারের শেষে ভারত ২৭০/৩। রাহানে ৬৬ এবং মহেন্দ্র সিংহ ধোনি ৮ রানে অপরাজিত।

• ১২৪ রানে রান আউট হলেন রোহিত শর্মা। ৪২।৩ ওভারে ভারত ২৫৬/৩। রাহানে অপরাজিত ৬০ রানে।

• হাফ সেঞ্চুরি করলেন আজিঙ্ক রাহানে। ৪০ ওভার শেষে ভারত ২৩৫/২। রোহিত শর্মা ১১৫ এবং আজিঙ্ক রাহানে ৫১ রানে অপরাজিত।

• শতরান করলেন রোহিত শর্মা। ৩৭ ওভারের শেষে ভারত ২০৩/২। রোহিত শর্মা ১০০ এবং আজিঙ্ক রাহানে ৩৫ রানে অপরাজিত।

• ২৮ ওভারে ভারত ১৫৬/২। রোহিত ৭৯ এবং আজিঙ্ক রাহানে ৯ রানে অপরাজিত রয়েছেন।

• ৫৯ রানে রান আউট হলেন বিরাট কোহলি। ২৪ ওভার শেষে ভারত ১৩৪/২।

• হাফ সেঞ্চুরি করলেন বিরট কোহলি। ২৩ ওভার শেষে ভারত ১২৫/১। রোহিত শর্মা ৬৫ এবং বিরাট কোহলি ৫১ রানে অপরাজিত রয়েছেন।

• হাফ সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। ২০ ওভারের শেষে ভারত ৯৯/১। রোহিত ৫১ এবং বিরাট ৪০ রানে অপরাজিত।

• ১৮ ওভার শেষে ভারত ৯২/১। রোহিত শর্মা ৪৮ এবং বিরাট কোহলি ৩৬ রানে অপরাজিত।

• ১১ ওভারের পর ৫৩/১, রোহিত শর্মা ৩৪, বিরাট কোহলি ১৫

• ফের ব্যর্থ শিখর ধবন। ইনিংসের তৃতীয় ওভারে বাঁ হাতি প্যারিসের বলে আউট হলেন তিনি। ভারত ৯/১।

আরও খবর:
ব্রিসবেনে ইশান্তকে অবশ্যই নামাও ধোনি
ধোনিদের নেটে হঠাৎ অস্ট্রেলীয় প্রফেসর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ShikharDhwan India Australia Test Match Live
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE