বল বিকৃতি কাণ্ডের লজ্জায়, অপমানে এক দিকে যখন অস্ট্রেলীয় ক্রিকেটারেরা মানসিক ভাবে বিপর্যস্ত, তখন কেপ টাউনে দলের হোটেলে বন্ধুদের নিয়ে উদ্দাম পার্টি করার অভিযোগ উঠল ডেভিড ওয়ার্নারের বিরুদ্ধে। অভিযোগ করেছেন তাঁর দলের সতীর্থরাই। এখানেই শেষ নয়। ওয়ার্নারকে নাকি তাঁরা আর টিম হোটেলেও দেখতে চান না, বলে বোর্ডকে জানিয়েছেন অস্ট্রেলীয় ক্রিকেটাররা।
অস্ট্রেলিয়ার একটি নামী ওয়েবসাইট জানাচ্ছে, দলের অন্য ক্রিকেটাররা ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন, বল বিকৃতি কাণ্ডের খলনায়ক ওয়ার্নার টিম হোটেলে থাকলে যে কোনও মুহূর্তে তাঁদের সঙ্গে ঝামেলা বেধে যেতে পারে। কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর থেকেই নাকি ওয়ার্নার বেপরোয়া হয়ে উঠেছেন। দলের ক্রিকেটারদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন।
অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ স্মিথ এই কেলেঙ্কারি ফাঁস হওয়ার পরে বলেছিলেন, তিনি এবং দলের ‘লিডারশিপ গ্রুপ’ তৃতীয় টেস্টের তৃতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতিতে বল বিকৃতির পরিকল্পনা করেছিলেন। যে স্বীকারোক্তির ফলে আইসিসি এক টেস্টে নির্বাসিত করে স্মিথ-কে। ফলে শুক্রবার থেকে ওয়ান্ডারার্সে শুরু হওয়া চতুর্থ টেস্টে তিনি খেলতে পারবেন না। তখন মনে করা হচ্ছিল, ওয়ার্নারও চতুর্থ টেস্টে মাঠের বাইরে থাকতে পারেন। পরে তাই ঘটল। ক্রিকেট অস্ট্রেলিয়া এই ঘটনার তদন্ত শেষ করার পরে স্মিথ ও ওয়ার্নারকে দেশে ফিরিয়ে নিয়ে য়াওয়ার সিদ্ধান্ত নিলে মঙ্গলবার রাতে।