১৯৭৮ সালে ক্রিস ও’নিল শেষ বার কোনও অস্ট্রেলীয় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন। ৪৪ বছর পর সেই খরা কাটিয়ে দিলেন অ্যাশলে বার্টি। ফাইনালে হারালেন আমেরিকার ড্যানিয়েলে কলিন্সকে। ফল বার্টির পক্ষে ৬-৩, ৭-৬ (৭-২)। গোটা প্রতিযোগিতায় একটিও সেট হারালেন না বার্টি।
প্রতিযোগিতার শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছেন বার্টি। শনিবার রড লেভার অ্যারেনায় ফাইনালে প্রথম থেকেই বিপক্ষের উপরে চাপ বাড়াতে থাকেন। কলিন্স ভুল করতে বাধ্য হচ্ছিলেন। প্রথম সেটে অনায়াসেই পকেটে পুরে ফেলেন বার্টি।
কিন্তু কলিন্স মোটেই এত সহজে হার মানার বান্দা ছিলেন না। বার্টির চাপ সামলে দ্রুত একের পর এক উইনার মেরে নিমেষের মধ্যে ৫-১ গেমে এগিয়ে যান। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর পালা শুরু হয় বার্টির। পরপর চারটি গেম জিতে খেলা ৫-৫ করে ফেলেন। দু’জনেই নিজেদের পরবর্তী সার্ভিস জেতায় সেটের ফল দাঁড়ায় ৬-৬। খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে আমেরিকার প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি বার্টি। ৪-০ এগিয়ে যান। সেখান থেকে ৭-২ পয়েন্টে জিতে ম্যাচ এবং ট্রফি পকেটে পুরে ফেলেন।
Win a Grand Slam on home soil? Completed it mate
— #AusOpen (@AustralianOpen) January 29, 2022🏆@ashbarty defeats Danielle Collins 6-3 7-6(2) to become the #AO2022 women’s singles champion.
🎥: @wwos • @espn • @eurosport • @wowowtennis #AusOpen pic.twitter.com/TwXQ9GACBS
আরও পড়ুন:
এই নিয়ে কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতবেন বার্টি। ২০১৯-এ প্রথম বার জিতেছিলেন ফরাসি ওপেন। এরপর গত বছর উইম্বলডন জেতেন। অবশেষে অস্ট্রেলিয়ার সমস্ত টেনিসপ্রেমীকে আনন্দ দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনও জিতে নিলেন তিনি।