অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠে গেলেন স্টেফানোস চিচিপাস। বুধবার কোয়ার্টার ফাইনালে তিনি হারালেন জার্মানির ইয়ানিক সিনারকে। মহিলাদের বিভাগে সেমিফাইনালে উঠেছেন ইগা শিয়নটেক এবং ড্যানিয়েল কলিন্স।
বুধবার চিচিপাস ৬-৩, ৬-৪, ৬-২ হারিয়েছেন সিনারকে। এর আগে দু’বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেও জিততে পারেননি চিচিপাস। তিনি আশা করছেন, তৃতীয় বার হয়তো সফল হবেন। অস্ট্রেলিয়ায় প্রচুর গ্রিক থাকায় বুধবারের ম্যাচে সমর্থনের কোনও অভাব ছিল না। সেই সমর্থন পেয়েই চিচিপাস উড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষকে।
ম্যাচের পর বলেছেন, “সমর্থকরাই আজ আমাকে জেতাল। জানতাম একজন ভাল খেলোয়াড়ের মুখোমুখি হতে চলেছি। ভাল শট খেলার চেষ্টা করেছি। আমি যা ভেবেছিলাম, তার থেকে ভাল কাজে দিয়েছে আমার কৌশল। তা ছাড়া, আরও এক বার কোর্টে যে সমর্থন পেয়েছি, তা বিশ্বাসই করা যায় না।”