Advertisement
০১ মে ২০২৪

অস্ট্রেলিয়ায় টিকে শুধু সাইনা

অস্ট্রেলীয় ওপেন সুপার সিরিজ ব্যাডমিন্টনে গতবারের চ্যাম্পিয়ন সাইনা নেহওয়ালই শুধু টিকে রয়েছেন এ বারের টুর্নামেন্টে এক ঝাঁক ভারতীয়ের মধ্যে। পুরুষ সিঙ্গলসে বিশ্বের চার নম্বর কিদম্বি শ্রীকান্ত আর ২০১০ কমনওয়েলথ গেমসে মেয়েদের ডাবলস চ্যাম্পিয়ন জ্বালা গুট্টা-অশ্বিনী পোনাপ্পা জুটির বিদায়ের দিনে মেয়েদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন বিশ্বের এক নম্বর সাইনা।

শেষ আপডেট: ২৯ মে ২০১৫ ০৩:১০
Share: Save:

অস্ট্রেলীয় ওপেন সুপার সিরিজ ব্যাডমিন্টনে গতবারের চ্যাম্পিয়ন সাইনা নেহওয়ালই শুধু টিকে রয়েছেন এ বারের টুর্নামেন্টে এক ঝাঁক ভারতীয়ের মধ্যে। পুরুষ সিঙ্গলসে বিশ্বের চার নম্বর কিদম্বি শ্রীকান্ত আর ২০১০ কমনওয়েলথ গেমসে মেয়েদের ডাবলস চ্যাম্পিয়ন জ্বালা গুট্টা-অশ্বিনী পোনাপ্পা জুটির বিদায়ের দিনে মেয়েদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন বিশ্বের এক নম্বর সাইনা। সিডনিতে দ্বিতীয় বাছাই হায়দরাবাদি কন্যা দ্বিতীয় রাউন্ডে লড়ে হারান চিনের সুন ইউ-কে ২১-১৯, ১৯-২১, ২১-১৪। শেষ আটে ফের সাইনা বনাম চায়না! অলিম্পিক ব্রোঞ্জজয়ী সাইনা এ বার খেলবেন দু’বারের অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন শিজিয়ান ওয়াংয়ের বিরুদ্ধে। যার সঙ্গেই একমাত্র বিশ্বসেরা চিনাদের মধ্যে হেড-টু-হেডে সামান্য এগিয়ে (৬-৫) সাইনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE