Advertisement
১১ মে ২০২৪
Table Tennis

টেবিল টেনিসে গড়াপেটা, গ্রেফতার প্রাক্তন অস্ট্রেলীয় খেলোয়াড়

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, ৪০ বছর বয়সী ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে নিউক্যাসল থেকে। বেটিংয়ের সঙ্গে জড়িত সেই ব্যক্তির নাম জানায়নি পুলিশ।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
সিডনি শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ ১৫:৫১
Share: Save:

বেটিংয়ের অভিযোগে এক প্রাক্তন টেবল টেনিস খেলোয়াড়কে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অবিযোগ, ইউরোপ সার্কিটের বিভিন্ন টেবল টেনিস প্রতিযোগিতায় ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত ছিলেন।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, ৪০ বছর বয়সী ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে নিউক্যাসল থেকে। বেটিংয়ের সঙ্গে জড়িত সেই ব্যক্তির নাম জানায়নি পুলিশ। কিন্তু অস্ট্রেলিয়ার মিডিয়ায় প্রকাশিত হয়েছে সেই ব্যক্তির নাম অ্যাডাম গ্রিন। প্রাক্তন টেবল টেনিস খেলোয়াড় তিনি।

ইউরোপের বিভিন্ন দেশে বিশেষ করে ইউক্রেনে অনুষ্ঠিত টেবল টেনিস প্রতিযোগিতায় বেটিং হয়। চলতি বছরের গোড়ার দিকে বেটিংয়ের কথা জানানো হয়েছিল পুলিশকে। সেই মতো নিউ সাউথ ওয়েলস স্টেট ক্রাইম কম্যান্ডের গোয়েন্দারা অস্ট্রেলিয়ার ৭টি বিভিন্ন অঞ্চলে তদন্ত চালান।

আরও পড়ুন: পন্টিংয়ের ভবিষ্যদ্বাণী মিলিয়ে দিয়ে আউট পৃথ্বী

সেই সময়ে ধরা হয় গ্রিনকে। প্রচুর অর্থ, ইলেকট্রনিক জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়। এই গ্রিনের কাছে বিভিন্ন প্রতিযোগিতার খবরাখবর থাকত। সেই মতো তিনি টেবল টেনিস ম্যাচ ফিক্সড করতেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Table Tennis Match Fixing Australian Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE