Advertisement
১৬ মে ২০২৪
ইউরো

বিস্ময় ফুটবলারের অবাক হার

অস্ট্রিয়ার নজির। জ্লাতান ইব্রাহিমোভিচের সুইডেনের চার গোলে হার। রাশিয়ার সাত গোলে জয়। ইউরো কোয়ালিফায়ারে চমকের শেষ নেই। এক দিকে হেভিওয়েট টিমের ছিটকে যাওয়া যেমন দেখা যাচ্ছে, তেমনই অপেক্ষাকৃত দুর্বল দল যোগ্যতা অর্জনে চমকে দিচ্ছে ফুটবল বিশ্বকে।

‘লিলিপুট’ অস্ট্রিয়ার কাছে চার গোল খেল ইব্রার সুইডেন। ছবি: এএফপি।

‘লিলিপুট’ অস্ট্রিয়ার কাছে চার গোল খেল ইব্রার সুইডেন। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৪৩
Share: Save:

অস্ট্রিয়ার নজির। জ্লাতান ইব্রাহিমোভিচের সুইডেনের চার গোলে হার। রাশিয়ার সাত গোলে জয়। ইউরো কোয়ালিফায়ারে চমকের শেষ নেই। এক দিকে হেভিওয়েট টিমের ছিটকে যাওয়া যেমন দেখা যাচ্ছে, তেমনই অপেক্ষাকৃত দুর্বল দল যোগ্যতা অর্জনে চমকে দিচ্ছে ফুটবল বিশ্বকে।

অস্ট্রিয়ার ছাড়পত্র: সুইডেনের ঘরের মাঠে তাদের ৪-১ গোলে হারিয়ে ইউরোর যোগ্যতা অর্জন করল অস্ট্রিয়া। প্রথম বার। ১৯৯৮ বিশ্বকাপের পর এতদিন বড় কোনও টুর্নামেন্টে দেখা যায়নি অস্ট্রিয়াকে। ইউরোতেও মার্সেল কোলার্সের টিম শেষ বার খেলেছে সাত বছর আগে অন্যতম আয়োজক দেশ হিসেবে। স্টুটগার্টের মার্টিন হার্নিকের জোড়া গোল, বায়ার্ন মিউনিখের তারকা ডেভিড আলাবা ও বাসেল স্ট্রাইকার মার্ক জাঙ্কোর গোলে তাই তৈরি হল ইতিহাস। আর সুইডেনের জন্য ছিল বিস্ময় ফুটবলার ইব্রার ইনজুরি টাইমে গোলের সান্ত্বনাটুকুই। এতটাই দাপট ছিল অস্ট্রিয়ার, যে সে দেশের চ্যান্সেলর ওয়ের্নার ফেইম্যান ম্যাচের পর বলেছেন, ‘‘মনে হয়নি এটা আমাদের অ্যাওয়ে ম্যাচ। তাই এই জয়ের অনুভূতিটা একেবারে অন্য রকম।’’ আর আলাবা বলেন, ‘‘ইতিহাস গড়তে গেলে তো এ রকমই বিশেষ মুহূর্ত তুলে ধরতে হয় যা আমাদের পারফরম্যান্সে দেখা গেল।’’

নজির গড়ে হার: ১৪ বছর পর সান মারিনোর হয়ে প্রথম অ্যাওয়ে গোল করলেন মাত্তেও ভিতাইলি। লাটভিয়ার বিরুদ্ধে ২০০১-এ নিকোলা আলবানির বল জালে জড়ানোর পর যা সে দেশের আর কেউ বিদেশের মাঠে করে দেখাতে পারেননি। তবে কৃতিত্ব স্পর্শ করেও ম্যাচ জেতা হল না সান মারিনোর। ইনজুরি টাইমে লুকাস স্পালভিসের গোলে সান মারিনো ১-২ হারে লিথুয়ানিয়ার কাছে।

রাশিয়ার সাত গোল: লিচেনস্টেইনকে ৭-০ হারিয়ে গ্রুপ ‘জি’ থেকে দ্বিতীয় দল হিসেবে ইউরোর যোগ্যতা অর্জনের দিকে আরও এক ধাপ এগোল রাশিয়া। লেওনেড স্লাস্কির টিমের এ দিনের দাপটে জয়ের নায়ক আর্টেম জুবা। স্পার্টাক মস্কোর স্ট্রাইকার একাই চার গোল করেন। প্রথমার্ধের শেষ দিকে আবার জুবাকে ফাউল করে ড্যানিয়েল কাউফম্যান লালকার্ড দেখলে লড়াইটা আরও কঠিন হয়ে যায় লিচেনস্টেইনের। রাশিয়ার বাকি তিনটি গোল আলেকসান্দার কোকোরিন, ফেডর সোলভ আর অ্যালান ডাজোয়েভের। এই জয়ের ফলে গ্রুপ ‘জি’তে রাশিয়া উঠে এল দ্বিতীয় স্থানে।

এ ছাড়া এ দিনের অন্য ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন স্পেন যোগ্যতা অর্জনের লড়াইয়ে আরও এগোল ম্যাসিডোনিয়াকে ১-০ হারিয়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE