করোনাভাইরাস অতিমারির মধ্যেই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ফিফা। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষামূলক ভাবে ফুটবল ম্যাচের মধ্যে তিনের বদলে পাঁচ জন পরিবর্ত ব্যবহার করা যাবে বলে অনুমতি দিয়েছে তারা।
বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার সিদ্ধান্তে উচ্ছ্বসিত ভারতের প্রাক্তন ফুটবল তারকারা। শিলিগুড়িতে গৃহবন্দি ভাইচুং ভুটিয়া আনন্দবাজারকে ফোনে বললেন, ‘‘অসাধারণ সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ফুটবলে এখন গতি অনেক বেশি। লড়াই এখন অনেক কঠিন হয়ে গিয়েছে। পাঁচ জন ফুটবলার পরিবর্তন হলে খেলা আরও আকর্ষণীয় হবে।’’ প্রাক্তন সতীর্থ ভাইচুংকেই সমর্থন করলেন আই এম বিজয়ন। ত্রিশূর থেকে ফোনে তিনি বললেন, ‘‘ফিফার এই সিদ্ধান্তকে স্বাগত। ফুটবলারদের ম্যাচ খেলার সুযোগ বাড়বে।’’
ফুটবল পণ্ডিতদের কেউ কেউ মনে করছেন, পাঁচ পরিবর্তের নিয়ম চালু হলে খেলার গতি কমে যাবে। বেশি পরিবর্তনে ছন্দ নষ্ট হতে পারে। বিজয়ন তাঁদের সঙ্গে একমত নন। ভারতীয় ফুটবলের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকারের ব্যাখ্যা, ‘‘আমি মনে করি, নতুন নিয়ম চালু হলে খেলার গতি অনেক বাড়বে। কারণ, ক্লান্ত ফুটবলারের পরিবর্তে তরতাজা কাউকে নামানোর সুযোগ পাবেন কোচেরা। আমার মতে ৩১ ডিসেম্বর পর্যন্ত নয়, পাকাপাকি ভাবেই পাঁচ ফুটবলার পরিবর্তন করার নিয়ম চালু করা উচিত ফিফার।’’