চোটের জন্য টোকিয়ো অলিম্পিক্সে ভুগতে হয়েছিল বজরং পুনিয়াকে। তার পরেও ভারতকে ব্রোঞ্জ পদক এনে দেন এই কুস্তিগির। লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় এই মরসুমে খেলতে পারবেন না আর বজরং। ২থেকে ১০ অক্টোবর পর্যন্ত নরওয়ের ওসলোতে অনুষ্ঠিত বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবে না তিনি।
তবে এ বার আর কোনও র্যাঙ্কিং প্রতিযোগিতা না থাকায় খুব বেশি সমস্যায় পড়তে হবে না তাঁকে।
অলিম্পিক্সের আগেই চোট পেয়েছিলেন বজরং। টোকিয়ো থেকে ফেরার পরই তাঁর চোটের জায়গায় এমআরআই করা হয়। আপাতত ছয় সপ্তাহ ম্যাটের বাইরে থাকতে হবে তাঁকে। চিকিৎসক দিনশ পারডিওয়ালার তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর। বজরং বলেন, ‘‘লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় রিহ্যাব করতে হবে। ছয় সপ্তাহ বাইরে থাকতে হবে। সেই কারণে কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলতে পারছি না।’’
অলিম্পিক্সে পদক জেতার স্বপ্ন সফল হয়েছে বজরংয়ের। ব্যথা সহ্য করেও ব্রোঞ্জ জিতে তৃপ্ত তিনি। বজরং বলেন, ‘‘এটা আমার প্রথম অলিম্পিক্স ছিল। ব্যথা থাকলেও টোকিয়ো থেকে পদক আনতে পেরেছি।’’
চোট সারাতে এখনই ফিজিয়োর পরামর্শ নিচ্ছেন না বজরং। দিনশের দেখানো কিছু ব্যায়াম করে চোট সারিয়ে তোলার চেষ্টা করছেন ভারতের কুস্তিগির। তিনি বলেন, ‘‘দিনশের পরামর্শ মেনে জিমে রোজ কিছু ব্যায়াম করছি। তবে ম্যাটে অনুশীলনে নামতে কিছুটা সময় লাগবে।’’