পাকিস্তানে ইমরান খানের চেয়েও বেশি জনপ্রিয় ছিলেন লক্ষ্মীপতি বালাজি! ২০০৪ সালে ভারতের পাকিস্তান সফরে তামিলনাডুর পেসারকে নিয়ে এমনই মজার মন্তব্য করলেন আশিস নেহরা।
সেই সফরে টেস্ট সিরিজে ১২ উইকেট নিয়েছিলেন বালাজি। পাঁচটি একদিনের ম্যাচে নিয়েছিলেন ছয় উইকেট। ওয়ানডে সিরিজে তিন ইনিংসে করেছিলেন ৪৫ রানও। যা এসেছিল ১৬০.৭১ স্ট্রাইক রেটে। মেরেছিলেন ছয়টি বাউন্ডারি ও দুটো ছক্কা। এর মধ্যে শোয়েব আখতারকে মারা সাড়া ফেলে দেওয়া ছয়ও ছিল।
আরও পড়ুন: ধোনি আমার বদলে দলে চাইত রায়নাকে, বিস্ফোরক মন্তব্য যুবরাজের