আবার সহজ জয় বাংলাদেশের। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে স্কটল্যান্ডকে হেলায় হারিয়ে শেষ আটে পৌঁছে গেল ব্যাঘ্র বাহিনী। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ১১৪ রানে স্কটল্যান্ডকে হারিয়ে দিল বাংলাদেশ। নাজমুল হুসেন সান্তর ১১৩ রানের অপরাজিত ইনিংসের সুবাদে স্কটল্যান্ডের সামনে বড় রানের লক্ষ্যমাত্র রেখেছিল বাংলাদেশ যুব দল। ম্যাচের সেরাও হয়েছেন শান্ত। তিনি ছাড়া বাংলাদেশের হয়ে হাফ সেঞ্চুরি করেন অধিনায়ক মেহদি হাসান মিরাজ। ২৫৭ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভালই করেছিল প্রতিপক্ষরা। কিন্তু বাংলাদেশ বোলারদের দাপটে নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয় ক্রিকেটের নবাগত এই দেশ। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নেন মহম্মদ সইফুদ্দিন ও সালে আহমেদ শাওন। জোড়া উইকেট নেন আরিফুল ইসলাম। একটি উইকেট মেহদি হাসান মিরাজের। ৪৭.২ ওভারে ১৪২ রান করেই শেষ হয়ে যায় স্কটল্যান্ডের ইনিংস। স্কটল্যান্ডের হয়ে ব্যাক্তিগত সর্বোচ্চ রান আজিম দারের ৫০। প্রথম ম্যাচে বাংলাদেশ হারিয়ে ছিল দক্ষিণ আফ্রিকাকে।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ আটে চলে গেনে নামিবিয়াও। গ্রুপের শেষ ম্যাচ বাংলাদেশ খেলবে নামিবিয়ার বিরুদ্ধে। ওই ম্যাচটি গ্রুপ শীর্ষে যাওয়ার লড়াই হয়ে দাঁড়াল।কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার বিশাল ব্যাবধানে বাংলাদেশ হারাল স্কটল্যান্ডকে। প্রথম ম্যাচে বাংলাদেশ হারিয়ে ছিল দক্ষিণ আফ্রিকাকে।চলে গেল কোয়ার্টার ফাইনালে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ আটে চলে গেনে নামিবিয়াও। গ্রুপের শেষ ম্যাচ বাংলাদেশ খেলবে নামিবিয়ার বিরুদ্ধে। ওই ম্যাচটি গ্রুপ শীর্ষে যাওয়ার লড়াই হয়ে দাঁড়াল।
• বাংলাদেশ জয়ী ১১৪ রানে।
• ৪৭.২ ওভারে ১৪২ রানে অল আউট হয়ে গেল স্কটল্যান্ড।
• ৪৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান স্কটিশদের।
• স্কটল্যান্ডের ২৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৪ রান।
• ক্রিজে রয়েছেন আজিম দার ও জে এস ওয়ালার।
• ওয়াইশ শাহকে দুর্দান্ত রান আউট করেন নাজমুল।
• আরিফুল ইসলামের বলে ২০ রানে আউট হলেন জনস্টন।
• ফ্ল্যাককে ব্যক্তিগত ২৮ রানে তুলে নেন মেহদি হাসান।
• ৪৮ রানে প্রথম উইকেট খোয়ালো স্কটল্যান্ড।
• ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৬ রান অনুর্ধ্ব ১৯ বাঘবাহিনীর।
• ব্যক্তিগত ১৬ রানে মহম্মদ গফ্ফরের শিকার হন সইদ সরকার।
• আউট হলেন মহম্মদ সইফুদ্দিন।
• শতরান করলেন নাজমুল।
• ৫১ রানে মহম্মদ গফ্ফরের শিকার হন মেহদি হাসান।
• ব্যাটিং করতে এলেন মেহদি হাসান।
• ৩৩ ওভারে ৪৯ রানে আউট হলেন সইফ।
• ৭১ বলে অর্ধশত রান করলেন নাজমুল।
• সইফ রয়েছেন ৪২ রানে এবং নাজমুল ৪৩ রানে।
• ক্রিজে রয়েছেন সইফ হাসান এবং নাজিমুল।
• জয়রাজ শেখের উইকেট তুলে নেন মহম্মদ গফ্ফর।
• ১৭ রানের মাথায় ২ উইকেট হারায় বাংলাদেশ।
• ব্যাট করতে নেমে ১.৩ ওভারের মাথায় মহম্মদ গফ্ফরের বলে এলবিডব্লিউ হন পিনাক ঘোষ।
• টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল স্কটল্যান্ড।