Advertisement
২৭ এপ্রিল ২০২৪

শাকিরাকে কটু ব্যানার, শাস্তির মুখে দর্শকেরা

লা লিগায় এস্পানিয়লের বিরুদ্ধে গোল করে মুখে আঙুল রাখার অঙ্গভঙ্গি করেছিলেন পিকে। যার অর্থ, তিনি দর্শকদের চুপ করতে বলছিলেন। যা দেখে কেউ খুব একটা প্রসন্ন হননি।

শিরোনামে: সেই পিকে ভঙ্গি। যা নিয়ে উত্তাল লা লিগা। ফাইল চিত্র

শিরোনামে: সেই পিকে ভঙ্গি। যা নিয়ে উত্তাল লা লিগা। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:০৩
Share: Save:

জেরার পিকে-কে নিয়ে উত্তাল ফুটবল দুনিয়া। আর সেই বিতর্কে জড়িয়ে গিয়েছেন শাকিরা-ও।

লা লিগায় এস্পানিয়লের বিরুদ্ধে গোল করে মুখে আঙুল রাখার অঙ্গভঙ্গি করেছিলেন পিকে। যার অর্থ, তিনি দর্শকদের চুপ করতে বলছিলেন। যা দেখে কেউ খুব একটা প্রসন্ন হননি। লা লিগা কর্তৃপক্ষ পিকে-র বিরুদ্ধে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে এবং দোষী প্রমাণিত হলে তিনি এক থেকে তিন ম্যাচে নির্বাসিত হতে পারেন।

লা লিগায় এস্পানিয়ল বনাম বার্সেলোনা ম্যাচকে বলা হয় ক্যাটালোন ডার্বি। পিকে বরাবর ক্যাটালোনিয়ার পক্ষে সোচ্চার হয়েছেন। সেই কারণে বার্সেলোনা এবং স্পেনে তাঁকে বার বার ধিক্কার দেওয়া হয়েছে। কিন্তু এস্পানিয়লের ফুটবল ভক্তরা যে ভাবে তাঁর বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে ওঠেন, তা নজিরবিহীন। এমনকী, শাকিরাকেও ছাড়া হয় না। এ বারের লা লিগা ম্যাচেও শাকিরার উদ্দেশে খুব খারাপ ব্যানার তুলে ধরা হয়েছিল গ্যালারিতে। তাঁদের সন্তান মিলান-কে নিয়ে পর্যন্ত খারাপ স্লোগান দিতে ছাড়েনি এই সব সমর্থকেরা। সম্ভবত সে সব দেখেশুনেই মেজাজ হারিয়ে ফেলেছিলেন পিকে। তাই গোল করার পর দর্শকদের চুপ করতে বলছিলেন।

পিকে-র শাস্তি পাওয়ার সম্ভাবনা থাকলে, এস্পানিয়ল সমর্থকেরাও ছাড় পাচ্ছেন না। ক্লাবের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে, কারা শাকিরার উদ্দেশে আপত্তিজনক ব্যানার নিয়ে এসেছিল। এমনকী, শাকিরার চরিত্র নিয়েও কটু কথা বলা হয়েছে গ্যালারি থেকে। ক্ষুব্ধ পিকে যে কারণে ম্যাচের পরে বলেন, ‘‘গোলটা করার পরে ন্যূনতম যেটা করা উচিত ছিল, সেটাই করেছি। ওদের চুপ করতে বলেছি। তবে বেশি করে ওদের ক্লাবের কর্তাদের দৃষ্টি আকর্ষণ করা উচিত ছিল আমার।’’

যুগলবন্দি: পিকে-শাকিরা। বার্সায় ট্রফি জিতে উৎসবও করেছেন। ফাইল চিত্র

এস্পানিয়ল ক্লাবের পক্ষ থেকে শাকিরার বিরুদ্ধে আপত্তিজনক ব্যানার নিয়ে আসা সমর্থকদের শাস্তি দেওয়ার কথা ভাবা হচ্ছে। আগামী কয়েকটি ম্যাচে এই সব দর্শকরা প্রবেশাধিকার হারাতে পারেন। বিতর্কের কেন্দ্রে রয়েছে একটি তথ্য যে, এস্পানিয়ল ক্লাবটি আসলে কর্নেলা বলে একটি জায়গায় অবস্থিত। যেখানে অনুপ্রবেশকারীরা বাস করছে বলে বিতর্ক রয়েছে। পিকে এস্পানিয়লের সমর্থকদের খোঁচা দিয়ে ‘কর্নেলার টিম’ বলা থেকেই তাঁর বিরুদ্ধে বিষেদগারের শুরু। যদিও পিকে-র দাবি, ‘‘কিছু খারাপ বলিনি। ওদের খারাপ লাগতে পারে কিন্তু ওরা কর্নেলা থেকেই এসেছে।’’

সেই ম্যাচে পিকে-র গোলে নতুন নজির গড়েছে বার্সেলোনা। লা লিগায় শীর্ষে থাকা মেসিরা এখন ২২টি ম্যাচে অপরাজিত। এর আগে পেপ গুয়ার্দিওলার সময় টানা ২১ ম্যাচ অপরাজিত ছিল বার্সেলোনা। তবে লা লিগায় এই রেকর্ড রিয়াল সোসিদাদের। তারা ১৯৭৯-৮০ মরসুমে ৩২ ম্যাচে অপরাজিত ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shakira Gerard Piqué Barcelona Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE