Advertisement
০৪ মে ২০২৪

চ্যাম্পিয়ন্স লিগে ড্র করে বিদায় মেসিদের

ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে এ বারের মতো অভিযান শেষ হয়ে গেল বার্সেলোনার। দু’পর্ব মিলিয়ে ৩-০ ফলাফলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে গেল যুভেন্তাস।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৭ ০৩:৩৯
Share: Save:

ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে এ বারের মতো অভিযান শেষ হয়ে গেল বার্সেলোনার। দু’পর্ব মিলিয়ে ৩-০ ফলাফলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে গেল যুভেন্তাস।

বুধবার ঘরের মাঠ কাম্প ন্যু-তে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি ম্যাচে য়ুভেন্তাসের বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল খেলেও নব্বই মিনিটে কোনও গোল করতে পারলেন না নেমার-রা। ম্যাচ শেষ হল গোলশূন্য অবস্থায়। অ্যাওয়ে ম্যাচে তুরিনে গিয়ে য়ুভেন্তাসের বিরুদ্ধে ০-৩ হেরে ফিরেছিলেন মেসিরা। ফলে দু’পর্ব মিলিয়ে ম্যাচের ফল য়ুভেন্তাসের পক্ষে ৩-০।

বিদায় লেস্টারের : মঙ্গলবার রাতে আতলেতিকো দে মাদ্রিদের বিরুদ্ধে ১-১ ড্র করলেও গোল পার্থক্যে হেরে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন জেমি ভার্ডি-রা।

মাদ্রিদে প্রথম পর্বের ম্যাচে আঁতোয়া গ্রিজম্যানের একমাত্র গোলে হেরেছিল লেস্টার। সেমিফাইনালে উঠতে হলে মঙ্গলবার রাতে ২-০ জিততেই হতো গত বারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের। ঘরের মাঠে শুরু থেকেই তাই আক্রমণের ঝড় তুলেছিলেন ভার্ডি-রা। কিন্তু ২৬ মিনিটে গতির বিরুদ্ধে গোল করে আতলেতিকো দে মাদ্রিদকে এগিয়ে দেন সাউল নিগেস এসক্লাপেজ।

সেমিফাইনালে উঠতে হলে এ বার তিন গোল করতে হবে লেস্টার সিটি-কে। এই পরিস্থিতিতে জয়ের খোঁজে দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া পরিবর্তন করেন ম্যানেজার ক্রেগ শেক্সপিয়ার। ডিফেন্ডার ইয়োহান বেনালুয়ানোর পরিবর্তে নামান বেঞ্জামিন চিওওয়েল। আর ফরওয়ার্ড শিনজি ওকাজাকি-র বদলে নামেন লিওনার্দো উলোয়া। ৬১ মিনিটে সমতা ফেরান ভার্ডি। চলতি চ্যাম্পিয়ন্স লিগে আট ম্যাচ পরে প্রথম গোল পেলেন ইপিএলে গত বারের নায়ক। কিন্তু ঘরের মাঠে গোল খাওয়ার মাশুল দিতে হল তাঁদের। গোল পার্থক্যে ১-২ হেরে ছিটকে গেল লেস্টার সিটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE