Advertisement
০৪ মে ২০২৪

নেমারের খেলা নিয়ে জট খুলেও খুলল না

এল ক্লাসিকোর আগে বার্সেলোনা ভক্তদের আতঙ্কিত করে তুলেছে একটি তথ্য। লুইস এনরিকে কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে গোল পাননি লিওনেল মেসি। অথচ, তিনিই এর আগে পেপে গুয়ার্দিওলা থেকে শুরু করে টিটো ভিলোনোভা, প্রত্যেক কোচের মুখে হাসি ফুটিয়েছেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৭ ০৩:৩৩
Share: Save:

এল ক্লাসিকোর আগে বার্সেলোনা ভক্তদের আতঙ্কিত করে তুলেছে একটি তথ্য। লুইস এনরিকে কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে গোল পাননি লিওনেল মেসি। অথচ, তিনিই এর আগে পেপে গুয়ার্দিওলা থেকে শুরু করে টিটো ভিলোনোভা, প্রত্যেক কোচের মুখে হাসি ফুটিয়েছেন।

এনরিকের অধীনে ক্লাসিকোতে কী হল মেসির? এই প্রশ্ন উঠে এসেছে রবিবারের দ্বৈরথের আগে। এনরিকে দায়িত্ব নেওয়ার পর থেকে বের্নাবাউতে খেলতে গিয়ে পাঁচটি এল ক্লাসিকোয় গোল নেই মেসির।

এল এম টেনকে নিয়ে এই নতুন তথ্যের পাশাপাশি বার্সেলোনা শিবিরে উদ্বেগ চলছে নেমারকে নিয়ে। মালাগার বিরুদ্ধে রেফারিকে গালাগাল করার অপরাধে তিন ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে ব্রাজিলীয় তারকাকে। তার জেরে আজ, রবিবার এল ক্লাসিকোতে বাইরে থাকার কথা তাঁর। কিন্তু সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি ভাবে আবেদন জানায় বার্সেলোনা। প্রাথমিক ভাবে তাদের আবেদন খারিজ হয়ে গেলেও উচ্চতর আদালতে আবেদন জানিয়েছে তারা।

কিন্তু উচ্চতর আদালতে নেমারকে নিয়ে চূড়ান্ত বিভ্রান্তি তৈরি হয়েছে। স্প্যানিশ স্পোর্টস ট্রাইবুনালের তরফে শনিবারেই বিশেষ আদালত বসানোর চেষ্টা হয়েছিল। কিন্তু আইনি কমিটির দুই সদস্যকে খুঁজে পাওয়া যায়নি। সেই কারণে নেমারকে নিয়ে রায় জানাতে পারেনি উচ্চতর আদালত। এই অবস্থায় ব্রাজিলীয় তারকার ভাগ্য কী হবে, তা নিয়েই তীব্র জটিলতা তৈরি হয়েছে। বার্সেলোনার আইনজীবীরা দাবি করেছেন, নেমার রবিবার খেলতে পারবেন। আবার শোনা যাচ্ছে, তিনি খেললেই রিয়াল মাদ্রিদ প্রতিবাদ জানাবে যে, অবৈধ ফুটবলার নামিয়েছে বার্সেলোনা। বার্সা কোচ লুইস এনরিকে অবশ্য জানিয়ে দিচ্ছেন, নেমারকে মাঠে না নামতে দিলেও তাঁর কাছে প্ল্যান বি তৈরি আছে। ‘‘নেমার খেলুক বা না খেলুক তাতে খুব একটা সমস্যা হবে না। আমি সব পরিস্থিতির জন্যই তৈরি,’’ বলছেন এনরিকে।

বার্সা শিবিরে টেনশনের চোরাস্রোত থাকলেও, রিয়াল ফুরফুরে মেজাজে। রিয়াল ম্যানেজার জিদান বলছেন, ‘‘ ক্লাসিকোয় জিতলেই যে আমরা লা লিগা জিতে যাব সে রকম কিন্তু নয়।’’ রিয়ালের আবার চিন্তা বেলের ফিটনেস। জিদান বলছেন, ‘‘বেল পুরো ট্রেনিং করেছে। কিন্তু ও এল ক্লাসিকোয় খেলবে কি না সেই সিদ্ধান্ত ম্যাচের আগে নেব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

El Clasico Neymar Barcelona Football La Liga
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE