Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Mithali Raj

ঝুলন, মিতালিরা ফের মাঠে নামছেন ৭ মার্চ

প্রায় এক বছর পর ২২ গজে ফিরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কতটা জ্বলে উঠতে পারেন মিতালি, হরমনপ্রীতরা, তা সময়ই বলে দেবে।

হরমনপ্রীত কৌর এবং মিতালি রাজ।

হরমনপ্রীত কৌর এবং মিতালি রাজ।

নিজস্ব সংবাদদাতা 
কলকাতা শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২১ ০০:৩৬
Share: Save:

ফের মাঠে নামার সুযোগ মিতালি রাজ, ঝুলন গোস্বামী, হরমনপ্রীত কৌরদের সামনে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের মহিলা দল ঘোষিত হল। প্রায় এক বছর পর আগামী মার্চে মাঠে নামছেন ঝুলনরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫টি একদিনের ম্যাচ এবং ৩টি টি২০ ম্যাচ খেলবে ভারত।

দল থেকে বাদ পড়েছেন একতা বিস্ত, অনুজা পাটিল, ভেদা কৃষ্ণমূর্তি, তানিয়া ভাটিয়া, শিখা পান্ডের মত পরিচিতরা। তাঁদের বদলে জাতীয় দলে অভিষেক ঘটতে চলেছে সি প্রত্যুষা, যশতিকা ভাটিয়া, আয়ুষী সোনি, শ্বেতা ভর্মা ও মনিকা পটেলের। একদিনের দলে মিতালি রাজ ও টি২০ দলে হরমনপ্রিত কৌর অধিনায়কত্ব করবেন।

৭ মার্চ থেকে ১৭ মার্চ একদিনের ম্যাচগুলি খেলা হবে। টি-টোয়েন্টি ম্যাচগুলি হবে ২০ মার্চ থেকে ২৩ মার্চ।

দেশের জার্সি গায়ে শেষ বারের মত ভারতীয় মহিলা দলকে দেখা গিয়েছিল ২০২০ সালের মার্চ মাসে টি২০ বিশ্বকাপ ফাইনালে। প্রায় এক বছর পর ২২ গজে ফিরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কতটা জ্বলে উঠতে পারেন মিতালি, হরমনপ্রীতরা, তা সময়ই বলে দেবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Harmanpreet Kour Mithali Raj
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE