Advertisement
২৬ এপ্রিল ২০২৪
ICC World Test Championship

খারাপ পিচের জন্য পয়েন্ট বাদ! অনিশ্চিত হল ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল?

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে সিরিজের শেষ ম্যাচ ড্র করলেও চলবে বিরাট কোহালিদের।

ইংল্যান্ডের বিরুদ্ধে উইকেট নেওয়ার পর ভারতীয়  দল।

ইংল্যান্ডের বিরুদ্ধে উইকেট নেওয়ার পর ভারতীয় দল। ছবি: পিটিআই

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২১ ২৩:০১
Share: Save:

ইংল্যান্ডকে ২ দিনে হারতে হল যে পিচে, সেই পিচই ঘাতক হতে চলেছে ভারতের? খারাপ পিচের তকমা পেলে পয়েন্ট কাটা হতে পারে ভারতের। পয়েন্ট বাদ যাওয়া মানেই আশঙ্কা থাকবে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিয়ে। আইসিসি-র নিয়ম কী? জেনে নেওয়া যাক।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে সিরিজের শেষ ম্যাচ ড্র করলেও চলবে বিরাট কোহালিদের। আইসিসি-র নিয়ম অনুযায়ী খারাপ পিচ হলে ৩ পয়েন্ট কাটা হয়। তবে তা আয়োজক দেশের থেকে নয়, পয়েন্ট কাটা হয় সেই মাঠের থেকে। এখনও অবধি মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামের বিরুদ্ধে আইসিসি এমন কোনও সিদ্ধান্ত নিচ্ছে বলে জানা যায়নি। তাই ভারতীয় সমর্থকরা নিশ্চিন্ত থাকতে পারেন। পয়েন্ট কাটা হলেও বিরাটদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা আটকাবে না।

৪ মার্চ থেকে মোতেরাতেই ভারত নামবে সিরিজের শেষ টেস্ট খেলতে। সেই ম্যাচের পিচ কেমন সেই নিয়ে আগ্রহ রয়েছে সকলেরই। গোলাপি বলের টেস্ট ২ দিনে শেষ হয়ে যাওয়ার পর, ফের ঘূর্ণি পিচই তৈরি করবে ভারত? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে ৪ মার্চ পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE