ভারতীয় দলের কোচ নির্বাচন নিয়ে বিরাট কোহালিদের মতামত নেওয়া হচ্ছে। এবং, কোহালিদের সঙ্গে কথা বলার জন্য জামাইকা উড়ে গিয়েছেন ভারতীয় বোর্ডের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) রাহুল জোহরি। বুধবার রাতের দিকে পিটিআই-এর খবর, জোহরি বেশি রাতের দিকে জামাইকা পৌঁছেও যাচ্ছেন।
অধিনায়ক কোহালির সঙ্গে কোচ এবং অন্যান্য সহকারি কোচের নিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্যই বোর্ডের সিইও জামাইকা গিয়েছেন বলে খবর। ভারতীয় বোর্ডের এক কর্তা সংবাদসংস্থাকে বলেছেন, ‘‘সুপ্রিম নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস (সিওএ)-এর অনুমতি নিয়ে রাহুল জোহরি জামাইকা গিয়েছেন। ওঁকে বলা হয়েছে, কোচ নিয়ে অধিনায়ক এবং দলের বক্তব্য নিতে। অধিনায়ক এবং টিমের বক্তব্য এর পর ক্রিকেট অ্যাডভাইসরি কমিটিকে জানিয়ে দেওয়া হবে। যাতে ওরা সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারে।’’
সিইও-কে পাঠানোর সিদ্ধান্ত দেখে মনে করা হচ্ছে, কোচের নিয়োগ নিয়ে আর কোনও বিতর্ক চাইছে না বোর্ড। অনিল কুম্বলে এপিসোডের যাতে পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য টিমের মনোভাব বুঝে কোচ নির্বাচনের কথা ভাবা হচ্ছে। কয়েক দিন আগে কোহালিও ওয়েস্ট ইন্ডিজে বসে বলেছেন, বোর্ড থেকে তাঁদের কাছে মতামত জানতে চাইলে তাঁরা নিজেদের পছন্দের কথা জানাবেন।