ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের জেনারেল ম্যানেজার (ক্রিকেট অপারেশনস) পদ কি ছেড়ে দিতে বলা হয়েছে সাবা করিমকে? সংবাদ সংস্থা দ্বারা প্রকাশিত এই খবরে তৈরি হয়েছে চাঞ্চল্য।
২০১৭ সালের ডিসেম্বরে এই পদে আসেন প্রাক্তন ক্রিকেটার সাবা করিম। দেশের হয়ে এই উইকেটকিপার ব্যাটসম্যান খেলেছিলেন একটি টেস্ট ও ৩৪ ওয়ানডে। সংবাদ সংস্থা সূত্রের খবর, ঘরোয়া ক্রিকেট নিয়ে করিমের পরিকল্পনায় সন্তুষ্ট নয় বোর্ড। আর সেই কারণেই নাকি তাঁকে পদত্যাগ করতে বলা হয়েছে। বোর্ড সূত্রে জানা গিয়েছে যে, করোনাভাইরাসের জেরে উদ্ভূত পরিস্থিতিতে ঘরোয়া ক্রিকেট কবে শুরু করা যায় তা নিয়ে কোনও স্পষ্ট পরিকল্পনা তৈরি করতে পারেননি তিনি। এ বিষয়ে আনন্দবাজার ডিজিটালের তরফে যোগাযোগ করা হলে সাবা ফোন ধরেননি।
আরও খবর: ‘পর পর বাউন্ডারি মেরেও আমায় হতোদ্যম না হওয়ার পরামর্শ দেন দ্রাবিড়’