Advertisement
১৭ জুন ২০২৪
Mini IPL may hold by BCCI

‘মিনি আইপিএল’ আপাতত স্থগিত জানালেন অনুরাগ ঠাকুর

আপাতত মিনি আইপিএল-এ স্থগিতাদেশ। আমেরিকায় ক্রিকেটকে জনপ্রিয় করতে সেখানেই হওয়ার কথা ছিল মিনি আইপিএল-এর। কিন্তু বিসিসিআই আপাতত সেটা স্থগিত রাখছে। ইউএস-এর বাজার ধরতে এমন কোনও ভেন্যু পেতে চাইছে বিসিসিআই যাতে ভারতের ফ্যানরাও মিনি আইপিএল দেখা থেকে বঞ্চিত না হন।

সংবদা সংস্থা
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৬ ১৮:০৯
Share: Save:

আপাতত মিনি আইপিএল-এ স্থগিতাদেশ। আমেরিকায় ক্রিকেটকে জনপ্রিয় করতে সেখানেই হওয়ার কথা ছিল মিনি আইপিএল। কিন্তু বিসিসিআই আপাতত সেটা স্থগিত রাখছে। ইউএস-এর বাজার ধরতে এমন কোনও ভেন্যু পেতে চাইছে বিসিসিআই যাতে ভারতের ফ্যানরাও মিনি আইপিএল দেখা থেকে বঞ্চিত না হন। কিন্তু আমেরিকার টাইম জোনই ভাবাচ্ছে বিসিসিআইকে।

অনুরাগ ঠাকুর এই সমস্যার কথাই জানিয়েছেন। তিনি বলেন, ‘‘আমার মনে এই সময়ের পার্থক্যটা বুঝতে হবে। ভারতে আইপিএল দেখা হয় সন্ধ্যে সাতটা থেকে রাত ১১-১১.৩০টা পর্যন্ত। সে কারণে আমাদের এমন কোনও জায়গায় এই খেলা আয়োজন করতে হবে যেখানে সময়ের এতটা পার্থক্য হবে না। ইউএসএ-র পূর্ব প্রান্তের কথা ভাবা হচ্ছে।’’

আরও বেশ কিছু সমস্যা রয়েছে আমেরিকায় আইপিএল আয়োজনের। বলেন, ‘‘যদি আমরা এখানে দিনে ম্যাচ খেলি তা হলে ভারতে রাতে দেখা যাবে। কারণ ব্রডকাস্টিং খুব গুরুত্বপূর্ণ। তা না হলে দেশের বাইরে ভারতের খেলা হচ্ছে সেটা দেশের ফ্যানরা দেখতে পারবে না। তাই এটা দেখতে হচ্ছে ইউএসএ-র কোন অংশে খেলা হলে এই সমস্যা মিটবে।’’

গত জুনে বিসিসিআই এই মিনি আইপিএল-এর কথা ভেবেছিল। ভাবা হয়েছিল সেপ্টেম্বরে এই টুর্নামেন্ট আয়োজন করা যাবে। কিন্তু সময়ের ঝামেলায় আপাতত আটকে মিনি আইপিএল। ‘‘আইপিএল দেশেই হবে। কিন্তু এই বাজার ধরতে আর কী করা যায় সেটাই ভাবতে হবে। ইউএসএ ও ইএই-র মধ্যেই ভাবনা-চিন্তা করা হচ্ছে। তবে দীর্ঘমেয়াদি একটা পরিকল্পনা নিয়েই আসতে হবে।’’

আরও খবর

ক্রিকেট উৎসবের আকাশে চিন্তার মেঘ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mini IPL BCCI USA Cricket India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE