Advertisement
২৭ এপ্রিল ২০২৪
সৌরভ গঙ্গোপাধ্যায়

হাসপাতালের বিছানা থেকেই আইপিএলের বৈঠকে অংশ নিয়েছিলেন সৌরভ

ভারতীয় বোর্ড সভাপতি হিসেবে আইপিএল গভর্নিং কাউন্সিলের ওই বৈঠকে তাঁর হাজিরা জরুরি ছিল।

হাসপাতালে শুয়েও কাজ থেকে মুক্তি নেননে সৌরভ। ফাইল ছবি

হাসপাতালে শুয়েও কাজ থেকে মুক্তি নেননে সৌরভ। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২১ ২০:৩১
Share: Save:

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় শুয়েছিলেন। তবুও কাজ থেকে দমিয়ে রাখা যায়নি তাঁকে। গত সোমবার হাসপাতালের বেডে শুয়েই আইপিএলের গভর্নিং কাউন্সিলের ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

ভারতীয় বোর্ড সভাপতি হিসেবে আইপিএল গভর্নিং কাউন্সিলের ওই বৈঠকে তাঁর হাজিরা জরুরি ছিল। কিন্তু সৌরভের শারীরিক পরিস্থিতির কথা ভেবে অনেকেই মনে করেছিলেন তিনি হয়তো ওই বৈঠকে অংশ নিতে পারবেন না। কিন্তু সৌরভ বসে থাকতে চাননি। ‘ইন্ডিয়া টুডে’-তে প্রকাশিত খবর অনুযায়ী, তিনি ওই বৈঠকে শুধু অংশই নেননি, বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে নিজের মতামতও রেখেছেন।

তবে হাসপাতালের বিছানায় সেখানকার পোশাকে অসুস্থ শরীরে শুয়ে রয়েছেন, সেটা সম্ভবত দেখাতে চাননি বোর্ড সভাপতি। তাই ভিডিয়োটি তিনি ‘অফ’ করে রেখেছিলেন। শুধু অডিও চালু ছিল।

গত শনিবার সকালে জিম করতে গিয়ে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। নিজেই ফোন করে হাসপাতালে চলে যান। গোল্ডেন আওয়ারে পৌঁছনোয় তাঁর কোনও বড় বিপদ দেখা যায়নি। শুধু একটি স্টেন্ট বসাতে হয়েছে। তাঁর অসুস্থতার খবর পাওয়া মাত্রই গোটা দেশ থেকে শুভেচ্ছাবার্তা ভেসে এসেছে। রাজনীতিবিদ থেকে প্রাক্তন ক্রিকেট তারকা, অনেকেই প্রিয় ‘দাদি’কে দেখতে হাসপাতালে চলে আসেন।

আরও খবর: টি-টেন ফর্ম্যাটে অলিম্পিক্সে ক্রিকেট চান ক্রিস গেল

আরও খবর: ১৫০ কোটি টাকা! আগামী আইপিএলে নয়া রেকর্ড গড়তে চলেছেন ধোনি

চিকিৎসকদের তৎপরতায় দ্রুত বিপদ কাটে সৌরভের। পরে বিশিষ্ট ডাক্তার দেবী শেটি জানান, সৌরভ একেবারে ফিট। তাঁর দাদাগিরি অটুটই থাকবে।

প্রসঙ্গত উল্লেখ্য, ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ২১ জানুয়ারির মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলিকে ক্রিকেটার ছাড়তে হবে। পাশাপাশি এটাও ঠিক হয়েছে, কথা থাকলেও এ বার কোনও মেগা অকশন হচ্ছে না। যাঁদের ছাড়া হচ্ছে, তাঁদের থেকেই ক্রিকেটার বেছে নিতে পারবে দলগুলি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE