বিরাট কোহালি চেয়েছিলেন বিদেশ সফরে পুরো সময়ের জন্য স্ত্রী-বান্ধবীরা থাকুক ক্রিকেটারদের সঙ্গে। কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তা মেনে নিচ্ছে না। প্রাথমিক ভাবে, এই ব্যাপারে বিশ্বজু়ড়ে অনুসৃত ক্রিকেট অস্ট্রেলিয়ার নীতিই মেনে চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়া বিদেশ সফরে একটা নির্দিষ্ট সময়ের জন্য স্ত্রী-বান্ধবীদের সঙ্গে থাকার অনুমতি দেয়। একে বলা হয় ফ্যামিলি পিরিয়ড। যার কোনও নির্দিষ্ট মেয়াদ নেই। কোনও সফরে এর মেয়াদ বাড়ে, কোনও সফরে কমে। এখন যেমন পাকিস্তানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরশাহিতে দুই টেস্টের সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। এই সিরিজের পুরোটাই ফ্যামিলি পিরিয়ডের মধ্যে পড়ছে।
সম্প্রতি বিনোদ রাইয়ের সিওএ আলোচনায় বসেছিল ভারতের টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান এমএসকে প্রসাদের সঙ্গে। বৈঠকে বিনোদ রাই ও প্রসাদ ছাড়াও উপস্থিত ছিলেন বিরাট কোহালি, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, রাহুল জোহরি ও ডায়না এডুলজি। সেখানেই আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে।