Advertisement
৩০ এপ্রিল ২০২৪

এলকোর কাছে আমার কিছু প্রমাণ করার নেই: সঞ্জয়

ডার্বির আটচল্লিশ ঘণ্টা আগে মোহনবাগানের দুই তারকা দুই মেরুতে! বাগান সমর্থকদের এখনকার হার্ট থ্রব সনি নর্ডির ইচ্ছা আই লিগের প্রথম পর্বের ব্যর্থতা ভুলে গিয়ে এ বার নায়ক হবেন। হাইতির ফরোয়ার্ডের উল্টো পথে হাঁটছেন পিয়ের বোয়া। ক্যামেরুন স্ট্রাইকারের কাছে আবার ডার্বির আলাদা কোনও গুরুত্ব নেই। বোয়ার মতে এটা জিততে পারলে খেতাব জেতার ব্যাপারে আরও এক ধাপ এগোবে মোহনবাগান।

বেলোকে নিয়ে ধোঁয়াশা। বৃহস্পতিবার অনুশীলনে কোচের সঙ্গে বাগানের নাইজিরিয়ান ডিফেন্ডার। ছবি: উৎপল সরকার।

বেলোকে নিয়ে ধোঁয়াশা। বৃহস্পতিবার অনুশীলনে কোচের সঙ্গে বাগানের নাইজিরিয়ান ডিফেন্ডার। ছবি: উৎপল সরকার।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৫ ০৪:৫৫
Share: Save:

ডার্বির আটচল্লিশ ঘণ্টা আগে মোহনবাগানের দুই তারকা দুই মেরুতে!

বাগান সমর্থকদের এখনকার হার্ট থ্রব সনি নর্ডির ইচ্ছা আই লিগের প্রথম পর্বের ব্যর্থতা ভুলে গিয়ে এ বার নায়ক হবেন। হাইতির ফরোয়ার্ডের উল্টো পথে হাঁটছেন পিয়ের বোয়া। ক্যামেরুন স্ট্রাইকারের কাছে আবার ডার্বির আলাদা কোনও গুরুত্ব নেই। বোয়ার মতে এটা জিততে পারলে খেতাব জেতার ব্যাপারে আরও এক ধাপ এগোবে মোহনবাগান।

টিভিতে হাই প্রোফাইল ক্রিকেট বিশ্বকাপের ধুন্ধুমার ম্যাচ চলছে ধোনি বনাম ক্লার্কের টিমের মধ্যে। শহরের রাস্তা শুনশান। জিতলেই ভারত চলে যাবে ফাইনালে। উত্তেজনা তো থাকবেই। এরকম আবহেও শতাব্দীপ্রাচীন ক্লাবের মাঠে ডার্বির প্রস্তুতি দেখতে চোখে পড়ার মতো ভিড়। বহুদিন পর ট্রফি জয়ের গন্ধে প্রিয় ক্লাবের তাঁবুতে হাজির সবুজ-মেরুন সমর্থকরা। তাতেই তেতে গিয়েছেন কী না বোঝা গেল না তবে বৃহস্পতিবার সকালে অনুশীলনের পর সনি জানিয়ে দিলেন, ইস্টবেঙ্গলের সঙ্গে প্রথম ম্যাচের স্মৃতি ভুলে যেতে চান। চোখ রাখতে চান সামনের দিকে। আই লিগের প্রথম ডার্বিতে ১-১ ড্র করেছিল দুই প্রধান। যুবভারতীর সেই ম্যাচে নজর কাড়তে পারেননি বাংলাদেশের শেখ জামাল ছেড়ে আসা সনি। “শেষ ডার্বিতে আমি ভাল খেলতে পারিনি। ম্যাচ ড্র হয়েছিল। এ বারের ডার্বি খেলব অন্য লক্ষ্য নিয়ে। গোল পেতে চাই গোল। চাই জিততে।” সমর্থকদের জন্যই তিন পয়েন্ট বাগান তাঁবুতে আনতে মরিয়া সনি বলছিলেন, “আমি জানি কলকাতা ডার্বি কতটা গুরুত্বপূর্ণ সমর্থকদের জন্য। ওদের খুশি করতে পারলেই আমার পরিশ্রম সার্থক। আমাদের টিম এ বার ব্যালান্সড। বোয়া কাতসুমি সবাই ভাল ফর্মে। ইস্টবেঙ্গলের যে সব ফুটবলার আছে তাদের চেয়ে আমাদের টিমে আরও উঁচু মানের ফুটবলার আছে।”

ইস্টবেঙ্গল ধারাবাহিকতা দেখাতে না পারলেও সনির মতে ডার্বিতে কোনও দল ফেভারিট নয়। “ইস্টবেঙ্গল ভাল দল। ডার্বিতে যে কোনও দলই জিততে পারে। দেখতে হবে সে দিন কোন দল ভাল খেলছে।” আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফুটবলারদের বকেয়া মাইনের ব্যবস্থা করায় বাগান তাঁবুতে স্বস্তি ফিরেছে। সে জন্যই সম্ভবত ক্লাব তাঁবু ছাড়ার আগে হাসতে হাসতে সনি বলে গেলেন, “মাইনে পেয়ে গিয়েছি। এ বার ফুটবলারদের আরও ভাল খেলে সবাইকে খুশি করতে হবে।” সনির মতোই ডার্বির আগে আত্মবিশ্বাসী বোয়াও। প্রথম ডার্বিতে তার গোলেই ১-০ এগিয়ে গিয়েছিল বাগান। কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচকে অন্য আর পাঁচটা ম্যাচের মতোই দেখতে চাইছেন তিনি। “লড়াই কঠিন হবে। তবে আমার কাছে অন্য ম্যাচের মতোই গুরুত্ব পাবে ডার্বি। আই লিগ জেতার ক্ষেত্রে তিন পয়েন্ট তুলতে হবে। এটাই একমাত্র লক্ষ্য,” পাশাপাশি তাঁর মন্তব্য, “প্রস্তুতি ভাল হয়েছে। আবার গোল করতে চাই।”

শুরুর আগে মিলিয়ে-মিশিয়ে প্র্যাকটিস ম্যাচ খেললেও শেষের দিকে বোয়া-বলবন্ত-সনিকে এক দলে রাখেন বাগান কোচ। মাঝমাঠে ছিলেন সৌভিক, ডেনসন, কাতসুমি। ডিফেন্সে আনোয়ার, বেলো, কিংশুক, সুখেন। আজ শুক্রবার আনোয়ার, বেলোর অনুশীলন দেখার পর সবুজ সঙ্কেত দেবেন সঞ্জয়। “বেলোকে আজ প্র্যাকটিস ম্যাচে একটু খেলিয়ে দেখলাম। আনোয়ারও আগের থেকে ভাল অবস্থায় আছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেব আর একটু দেখে।” প্রীতম কোটাল নেই। শৌভিক ঘোষও চোটের জন্য নেই। ধনচন্দ্রেরও চোট। ফলে রক্ষণ নিয়ে বাগান কোচ কিছুটা চিন্তিত কথা বললেই বোঝা যায়। তবে টিমের স্বার্থেই হতাশা সামনে আনতে চাননা চেতলার ভদ্রলোক।

ডার্বির চাপ ফুটবলারদের উপর আসতে দিতে চাইছেন না সঞ্জয়। সেই কারণেই হয়তো যাবতীয় বিতর্ক নিজের দিকে টেনে আনছেন সঞ্জয়। এ দিন ইস্টবেঙ্গল কোচ এলকো সতৌরির নাম শুনে প্রচন্ড চটে যান বাগান কোচ। এক প্রকার হুঙ্কার দিয়েই বলেন, “এলকো কে? ওর কাছে কিছু প্রমাণ করার নেই আমার।” লাল-হলুদের ডাচ-কোচ সম্পর্কে বিরক্তি প্রকাশ করলেও প্রতিপক্ষকে কিন্তু যথেষ্ঠ সমীহ করছেন সঞ্জয়। “ইস্টবেঙ্গল খুব খারাপ খেলছে না। যে ফর্মেই ওরা থাক, ওদের কিন্তু প্রতিটি পজিসনেই ভাল ফুটবলার আছে। রিজার্ভ বেঞ্চও শক্তিশালী।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mohunbagan East Bengal derby football I league
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE