Advertisement
০২ মে ২০২৪

বিখ্যাত সবুজ বুটের গল্প দলকে শোনালেন মৃদুল

বিপক্ষে পিটার কার্ভালহো, ফ্রান্সিস ফার্নান্ডেজ, রিস্টন রডরিগসের মতো আই লিগ খেলা গোয়ানদের দাপাদাপি। তার ওপর আবার প্রথম একাদশে চার গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট!

সঙ্কল্প: সন্তোষ ফাইনালের আগে মৃদুল বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র

সঙ্কল্প: সন্তোষ ফাইনালের আগে মৃদুল বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র

দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ০৩:৫০
Share: Save:

বিপক্ষে পিটার কার্ভালহো, ফ্রান্সিস ফার্নান্ডেজ, রিস্টন রডরিগসের মতো আই লিগ খেলা গোয়ানদের দাপাদাপি। তার ওপর আবার প্রথম একাদশে চার গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট!

সন্তোষ ট্রফি ফাইনালের আগের সকালে তাই বাংলার ফুটবলারদের মোটিভেশন বাড়াতে কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায় তাঁর ছেলেদের শোনালেন এভারেস্টের সেই ‘সবুজ বুট’-এর গল্প। যা তিনি আবার শুনেছেন কলকাতা পুলিশের এভারেস্ট জয়ী অফিসার উজ্জ্বল রায়ের কাছ থেকে।

কী এই সবুজ বুট?

জানতে চাইলে গোয়া থেকে বাংলা কোচ টেলিফোনে বললেন, ‘‘এভারেস্টের চূড়ায় ওঠার ২ কিলোমিটার আগে এক পর্বতারোহীর মৃতদেহ আজও রয়ে গিয়েছে। কেউ কেউ বলেন, দেহটি ভারতীয় পর্বতারোহী সেওয়াং পালজোরের। যাঁর পায়ের সবুজ বুটটা দেখলে এভারেস্ট অভিযাত্রীরা বুঝে যান, মোক্ষলাভ থেকে মাত্র ২ কিমি দূরে রয়েছেন তাঁরা।’’

মৃদুল বন্দ্যোপাধ্যায় ফের বলে চলেন, ‘‘ছেলেদের আজ গল্পটা শুনিয়ে বললাম তোমরাও ট্রফি থেকে ওই ২ কিমি দূরেই রয়েছ। সন্তোষ ট্রফির এত কাছ থেকে ফিরে গেলে কিন্তু আক্ষেপ থেকে যাবে।’’

সন্তোষ ট্রফির ইতিহাসে আজ পর্যন্ত আট বার বাংলার মুখোমুখি হয়েছে গোয়া। যেখানে ম্যাচ জেতার পরিসংখ্যানে এগিয়ে বাংলাই। এ বারের টুর্নামেন্টে অন্যতম শক্তিশালী দল গোয়ার মুখোমুখি হওয়ার আগে যা কিছুটা হলেও মনোবল বাড়াচ্ছে রানা ঘরামিদের। গ্রুপ লিগে গোয়ার বিরুদ্ধে ড্র করেছিল বাংলা। প্রশংসিত হয়েছিল বাংলার ছেলেদের পারফরম্যান্স।

ফাইনালের আগে বাংলা কোচের চিন্তা তাঁর দলের চোট-আঘাত। অধিনায়ক রানা ঘরামি সেমিফাইনালে নেমেছিলেন কোমর ও ঘাড়ে চোট নিয়ে। ম্যাচের পর তা আরও বেড়ে যাওয়ায় ডাক্তার দেখানো হয়েছে বাংলার অধিনায়ক রানাকে। ফাইনালে গোয়ার বিরুদ্ধে ঘাড়ে এবং কোমরে প্লাস্টার করে রানা মাঠে নামবেন বলে এ দিন জানিয়েছেন বাংলা কোচ। এ ছাড়াও চোট রয়েছে প্রভাত লাকড়া, বসন্ত সিংহ এবং রেনাল্ড সিংহের মতো টিমের গুরুত্বপূর্ণ সদস্যদের। শনিবার সকালে কোঙ্কলিমের মাঠে ঘণ্টাখানেক অনুশীলন করেছে বাংলা দল। যেখানে প্রভাতকে বিশ্রাম দিয়েছিলেন বাংলা কোচ।

চলতি মরসুমে আইএফএ-র বর্ষসেরা কোচের সম্মান পাওয়া মৃদুল বলছেন, ‘‘ডেম্পো, স্পোর্টিং ক্লুব ও সালগাওকরের বেশ কয়েক জন ফুটবলার রয়েছে গোয়ার টিমে। সেখানে আমার টিমে সন্তোষ ট্রফি খেলার অভিজ্ঞতা মোটে তিন জনের। তবে ছেলেরা কথা দিয়েছে ট্রফি নিয়েই কলকাতা ফিরবে।’’

আর গোয়াকে হারাতে রণকৌশল? বাংলা কোচ বলেন, ‘‘গোয়ার দুই সাইডব্যাকের ওভারল্যাপ বন্ধ করতেই হবে। আর আমাদের বক্সের সামনে রানা, মুমতাজদের রক্ষণ ও মাঝমাঠ যেন অহেতুক ফাউল না করে। তা হলে সেট পিস থেকে সুবিধা পাবে গোয়া। ওদের রক্ষণে বেশ কিছু দুর্বলতা রয়েছে। সেগুলোকেই নিশানায় রাখছে বাংলা।’’

রবিবার

সন্তোষ ট্রফি ফাইনাল

বাংলা বনাম গোয়া। সরাসরি ডিডি স্পোর্টস চ্যানেলে সন্ধে ৬ টা থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mridul Banerjee Santosh trophy Final Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE