Advertisement
১৬ এপ্রিল ২০২৪

ইডেনের স্মৃতি ভুলতে চান কোচ সাইরাজ

প্রথম দু’ম্যাচে খেলতে দেখা যায়নি সুরেশ রায়নাকে। তবে সাইরাজের মতে, বাংলার বিরুদ্ধে শুক্রবারের ম্যাচে খেলতে পারেন রায়না।

কোচ সাইরাজ বাহুতুলে।

কোচ সাইরাজ বাহুতুলে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:২০
Share: Save:

বাংলার সামনে মরণ-বাঁচন ম্যাচ। অথচ অশোক ডিন্ডার খেলা নিয়ে উদ্বেগ বাংলা শিবিরে। শোনা যাচ্ছে, তাঁর জ্বর এখনও পুরোপুরি সারেনি। তবে উত্তর প্রদেশের বিরুদ্ধে তাঁকে মাঠে দেখা যাবে কি না এ বিষয়ে শুক্রবার সকালেই ঠিক করবে বাংলা টিম ম্যানেজমেন্ট।

প্রথম দু’ম্যাচে খেলতে দেখা যায়নি সুরেশ রায়নাকে। তবে সাইরাজের মতে, বাংলার বিরুদ্ধে শুক্রবারের ম্যাচে খেলতে পারেন রায়না। ইডেনে মনোজদের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নিজের ফর্ম ফিরে পেয়েছিলেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। ৫৯ বলে করেছিলেন ১২৬ রান। ভারতীয় টি-টোয়েন্টি দলে তাঁর সুযোগ পাওয়ার পিছনে সেই ইনিংসটা অনেকটাই জড়িয়ে রয়েছে। সে বিষয়ে আমতার থেকে ফোনে বাংলার কোচ সাইরাজ বলছেন, ‘‘রায়না হয়তো খেলবে। তবে সে বিষয়ে বাড়তি কোনও চাপ নেওয়ার প্রয়োজন নেই। ইডেনের ম্যাচের সঙ্গে এই ম্যাচের কোনও মিল নেই। আমাদের ছেলেরা গত ম্যাচে ভাল বল করেছে। উত্তর প্রদেশের বিরুদ্ধেও সেটা ধরে রাখতে হবে।’’

টুর্নামেন্টের দৌড়ে টিকে থাকতে গেলে এই ম্যাচে জিততে হবে উত্তরপ্রদেশকেও। প্রথম দু’ম্যাচে তাদের হারতে হয়েছে দিল্লি ও মহারাষ্ট্রের বিরুদ্ধে। তবে ডিন্ডা না খেলতে পারলে বাংলার সামনে এই ম্যাচ বেশ কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই শুক্রবারের ম্যাচে ডিন্ডাকে খেলানোর ওপরেই বেশি জোর দিচ্ছে বাংলা শিবির। সাইরাজের বক্তব্য, ‘‘দলের অন্যতম অস্ত্র ডিন্ডা। এই ম্যাচে ওর খেলা সত্যিই জরুরি। তবে শুক্রবার সকালে ওর শরীর দেখে পাকাপাকি সিদ্ধান্ত নেওয়া হবে।’’

আরও পড়ুন: কোহালিতে আপ্লুত সচিন, ওয়ার্নারেরা

কেরলের বিরুদ্ধে পুরো ম্যাচ ভাল খেলে শেষ বলে ভুল করার মাশুল দিতে হয়েছে মনোজদের। তাই উত্তর প্রদেশের বিরুদ্ধে গত ম্যাচের ভুল সংশোধন করাই মূল লক্ষ্য বাংলা শিবিরের। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুরন্ত ফর্মে থাকলেও বিজয় হজারে ট্রফিতে প্রথম দু’ম্যাচে রান পাননি শ্রীবৎস গোস্বামী। মিডল অর্ডারে পাঠানো হয়েছে বিবেক সিংহকেও। তা হলে কি এখনও ঠিক মতো নিজের দলকে সাজিয়ে উঠতে পারেননি বঙ্গ কোচ? সাইরাজের উত্তর, ‘‘গত ম্যাচে আমরা হারিনি কিন্তু। একটি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তবে গত ম্যাচের থেকে এই ম্যাচ সম্পূর্ণ আলাদা। দু’দলই ভাল ক্রিকেট খেলছে। ভাল ক্রিকেট খেলে ম্যাচটা জেতার চেষ্টাই করব।’’

বিজয় হজারে ট্রফিতে দু’দলেরই এটা তৃতীয় ম্যাচ। গ্রুপ ‘বি’-র পঞ্চম স্থানে রয়েছেন মনোজরা। শেষে রয়েছে উত্তরপ্রদেশ। বিপক্ষের অধিনায়ক অক্ষদীপ নাথ। বাংলার বিরুদ্ধে ইডেনে রায়নার সঙ্গে ১৬৩ রানের পার্টনারশিপ খেলেছিলেন তিনি। করেছিলেন ৮০ রান। আসন্ন বিজয় হজারে ট্রফির ম্যাচে তিনিই বাংলার পথের কাঁটা হয়ে দাঁড়ান কি না এটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE