রঞ্জি ট্রফিতে এ বার অপেক্ষাকৃত সহজ গ্রুপে রয়েছে বাংলা। নতুন নিয়মে এ মরসুম থেকে লিগ পর্যায়ে ২৮টি দলকে চারটি গ্রুপে ভাগ করে খেলানো হবে। প্রাথমিক ভাবে রঞ্জির যে গ্রুপ বিন্যাস করেছে বোর্ড, তাতে বাংলাকে এ বার গ্রুপ ‘ডি’-তে রাখা হয়েছে। বাংলার গ্রুপে রয়েছে, হিমাচল, বিদর্ভ, পঞ্জাব, সার্ভিসেস, গোয়া ও ছত্তীসগঢ়। গত বারের চেয়ে এ বার মনোজ তিওয়ারিদের প্রতিপক্ষ অপেক্ষাকৃত সহজ ও হোম-অ্যাওয়ে পদ্ধতিতে লিগ ফিরে আসায় এ বারের চ্যালেঞ্জটা কিছুটা হলেও সহজ হবে বলেই মনে করছে বাংলার ক্রিকেট মহল।
গতবার দুই ফাইনালিস্ট গুজরাত ও মুম্বই, তামিলনাড়ু, পঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বরোদা, ও রেলওয়েজের বিরুদ্ধে নিরপেক্ষ মাঠে খেলতে হয়েছিল বাংলাকে। গত তিন বারের রঞ্জি ট্রফি লিগে প্রাপ্ত পয়েন্টের গড়ের ভিত্তিতে এ বার গ্রুপ বিন্যাস করা হয়েছে বলে বোর্ডসূত্রের খবর। গত বার আট ম্যাচে ২১ পয়েন্ট পেয়ে লিগ টেবলে পাঁচ নম্বরে ছিল বাংলা। এ বার তার চেয়ে ভাল ফল হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। যদিও বাংলার কোচ সাইরাজ বাহুতুলে মনে করছেন, আপাত ভাবে সহজ মনে হলেও প্রতিপক্ষদের কোনও ভাবেই কম গুরুত্ব দিতে চান না।
আরও পড়ুন: লক্ষ্য সেনের নয়া লক্ষ্যভেদ