Advertisement
১৮ এপ্রিল ২০২৪

ডাকে সাড়া নেই ওঝার

বাংলা ছাড়ার অনুমতি না দেওয়ায় ওঝাকে নিয়ে এমনই ধোঁয়াশা বঙ্গ ক্রিকেটে। তাঁর ফোন বন্ধ গত এক সপ্তাহ ধরে। বন্ধু-বান্ধবদের সঙ্গে যোগাযোগও বন্ধ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৭ ০৪:৩৯
Share: Save:

প্রজ্ঞান ওঝা বাংলার প্রস্তুতি শিবিরে কবে যোগ দিচ্ছেন? এই প্রশ্নের উত্তরে মঙ্গলবার ইডেনে যে যা বললেন, তা এ রকম।

সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়: আমার সঙ্গে আর কোনও যোগাযোগ হয়নি ওর। ও নিশ্চয়ই আসবে।

কোচ সাইরাজ বাহুতুলে: সিএবি-র কর্তাদের সঙ্গে কথা বলে ওর ঝামেলাটা মিটিয়ে নেওয়া উচিত। ও শেষ পর্যন্ত না এলে আমাদের হাতে বিকল্প রয়েছে।

অধিনায়ক মনোজ তিওয়ারি: আমার সঙ্গে এই ক’দিনে কোনও কথাই হয়নি। ফোনে বা মেসেজে কোনও ভাবেই যোগাযোগ হয়নি।

আরও পড়ুন: দূরদর্শনের সঙ্গে আইনি লড়াই জিতে টিভি-বিপ্লব

নির্বাচক প্রধান দেবাঙ্গ গাঁধী: অনেক দিন পরে সিএবি-তে এলাম। ওঝার কোনও খবর আমার কাছে নেই। ও কী করবে জানি না।

যুগ্মসচিব অভিষেক ডালমিয়া: ওঝাকে দলে যোগ দিতে বলে ই-মেল, টেক্সট, হোয়াটসঅ্যাপ মেসেজ সবই করেছি। কোনওটারই উত্তর পাইনি। এ বার চিঠি পাঠাব। বোঝা যাবে ও তা পেয়েছে কী না।

বাংলা ছাড়ার অনুমতি না দেওয়ায় ওঝাকে নিয়ে এমনই ধোঁয়াশা বঙ্গ ক্রিকেটে। তাঁর ফোন বন্ধ গত এক সপ্তাহ ধরে। বন্ধু-বান্ধবদের সঙ্গে যোগাযোগও বন্ধ। কোনও ভাবে তাঁকে আর ধরা যাচ্ছে না। দিন সাতেক দেখে নাকি পদক্ষেপ নেওয়া হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE